ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় কুমিল্লা

প্রকাশিত: ০৬:৪৫, ১৩ নভেম্বর ২০১৬

খুলনার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায়  কুমিল্লা

স্পোর্টস রিপোর্টার ॥ মুশফিকুর রহীমের সময়টা ভালই যাচ্ছে। জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে সর্বশেষ ম্যাচেই ঐতিহাসিক জয়ের মুখ দেখেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে। জয়ের ম্যাচে তেমন সুবিধা না করতে পারলেও প্রথম টেস্টে ইঙ্গিত দিয়েছেন রানে ফেরার। সেটা অব্যাহত আছে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল টি২০)। ব্যাট হাতে টানা দুই ম্যাচেই দুর্দান্ত খেলেছেন। হার দিয়ে শুরু করলেও বরিশাল বুলস পরেরটিতে গত আসরের শিরোপাধারী কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে। তাই উজ্জীবিত হয়েই আজ রাজশাহী কিংসের বিরুদ্ধে মাঠে নামবে বরিশাল বুলস। দুপুর ২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের। টানা দুই ম্যাচ হেরে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা দারুণ চাপে। আজ প্রথম জয়ের সন্ধানে নামবে তারা। সন্ধ্যা ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। মাহমুদুল্লাহ এবার প্রথম থেকেই অম্ল-মধুর অভিজ্ঞতা অর্জন করেছেন। তার দল খুলনা প্রথম ম্যাচে রাজশাহীর বিরুদ্ধে ৩ রানের রুদ্ধশ্বাস জয়, পরের ম্যাচেই লজ্জাজনক নৈপুণ্য দেখিয়ে হার ৯ উইকেটে। তবে দারুণ এক জয় এসেছে শনিবার চিটাগাং ভাইকিংসের বিরুদ্ধে। টানা দুই জয়ে এখন তাই বেশ উজ্জীবিত খুলনা। আজ মাশরাফির বিপর্যস্ত কুমিল্লার বিরুদ্ধে জয়ের জন্য আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে তারা। গত আসরে গড়পড়তা একটি দলকে দারুণ নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছিলেন মাশরাফি। এবারও আহামরি দল গড়তে পারেনি। মাশরাফির নেতৃত্বও বিস্ময়কর কিছু ঘটেনি। চলতি আসরে একমাত্র জয়শূন্য দল কুমিল্লা। মাশরাফির দাবি দলগতভাবে সঠিক সমন্বয়টাই খুঁজে পাননি তারা। তিনি বলেন, ‘যদি স্থানীয় খেলোয়াড়রা একটু এগিয়ে আসতে পারতো, আমাদের ভিন্ন বোলিং এ্যাটাক হতো। আমরা এটা করতে পারছি না কারণ আমাদের স্থানীয় খেলোয়াড়রা ফর্মে আসেনি, একইসঙ্গে বিদেশীরা চাপে আছে। আমরা সঠিক কম্বিনেশন করতে পারছি না।’ তবে সেই সঠিক সমন্বয়টা আজ খুঁজে পেতে উন্মুখ মাশরাফি। যে করেই হোক জয়ের ধারায় ফিরতে চায় কুমিল্লা। কারণ ঘুরে দাঁড়াতে বিলম্ব হলেই নানাবিধ সমীকরণের প্যাঁচে পড়তে হবে। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘তিন চারে থেকে সেমিফাইনালে উঠলে ভাগ্যের সাথেও খেলতে হবে। কারণ আপনাকে দুইটা ম্যাচ খেলে ফাইনালে যেতে হবে। সেক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে যাব। তবে এখনও আমি মনেকরি আমরা পিছালেও এতো পিছাইনি যে টুর্নামেন্টে ফিরে আসা সম্ভব না। যেহেতু ১০টা ম্যাচ আছে।’ এর আগেই দিনের আলোয় মুখোমুখি হবে ড্যারেন সামির রাজশাহী ও মুশফিকুর রহীমের বরিশাল। ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন বরিশাল অধিনায়ক মুশফিক। প্রথম ম্যাচে দুর্ভাগ্যজনক হার দেখলেও পরের ম্যাচে দলকে জিতিয়েছেন। দলের রানরেটটাও বেশ ভাল আছে। উজ্জীবিত হয়েই মাঠে নামবে তারা। দুই লঙ্কান ক্রিকেটার দিলশান মুনাবিরা ও অলরাউন্ডার থিসারা পেরেরা গত ম্যাচে ভাল নৈপুণ্য দেখিয়েছেন। গত আসরে চমক দেখানো তরুণ পেসার আবু হায়দার রনিও দারুণ বোলিং করেছেন। অভিজ্ঞ শাহরিয়ার নাফীসও ফর্মে আছেন। তিনি দল নিয়ে বলেন, ‘ঘুরে দাঁড়ানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জয়ের শুরুটা। আমরা প্রথম ম্যাচে সেটা পারিনি। তবে গতকাল (শুক্রবার) আমরা প্রথম জয়টা পেয়ে গেছি। চেষ্টা করব প্রতিনিয়ত উন্নতি ঘটানোর এবং ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার। আশাকরি যার যার দায়িত্ব সে পালন করবে।’ রাজশাহীরও একেবারে খারাপ যায়নি। প্রথম ম্যাচে দুর্ভাগ্যজনক ৩ রানে পরাজয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। দলে বাংলাদেশ ক্রিকেটের নতুন বিস্ময় মেহেদি হাসান মিরাজের মতো স্পিনার আছে। মুমিনুল হক, সাব্বির রহমান, উমর আকমল রান পেয়েছেন এবং ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ব্রিটিশ অলরাউন্ডার সামিত প্যাটেল। এ বিষয়ে সামি বলেন, ‘মিরাজ আমাদের জন্য বিশেষ মেধাবী এক ক্রিকেটার। কিন্তু আপনারা জানেন ক্রিকেট হচ্ছে দলগত খেলা। তাই একজনের ওপর আস্থাশীল হওয়া উচিত নয়। দলের যে সামর্থ্য সেটার অন্তত অর্ধেক মাঠে দেখানো জরুরী জেতার জন্য।’
×