ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মসুলে ৪০ জনকে হত্যার পর বিদ্যুতের খুঁটিতে ঝুলিয়েছে আইএস

প্রকাশিত: ০৬:১২, ১৩ নভেম্বর ২০১৬

মসুলে ৪০ জনকে হত্যার পর বিদ্যুতের খুঁটিতে ঝুলিয়েছে আইএস

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে মধ্যপ্রাচ্যের জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বিশ্বাসঘাতকতার অভিযোগে ৪০ জন সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে। এরপর তাদের লাশ বিদ্যুতের খুঁটিতে ঝুলিয়ে দিয়েছিল। মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে জাতিসংঘ জানিয়েছে। খবর বিবিসির। জাতিসংঘের মানবাধিকার কমিশনার জানিয়েছেন ওই ৪০ বেসামরিক ব্যক্তিকে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে গুলি করে হত্যা করে। এরপর বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটিতে তাদের লাশ ঝুলিয়ে রাখা হয়। এছাড়া মসুলের কেন্দ্রীয় অঞ্চলে এক ব্যক্তিকে মোবাইল ফোন ব্যবহারের কারণে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আইএস মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। আইএসের দখল থেকে মসুল উদ্ধারের লক্ষ্যে ইরাকের সরকারী বাহিনী অব্যাহতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, আইএস নিজেদের প্রতিষ্ঠিত আদালতের রায়ের মাধ্যমে এই ৪০ জনকে হত্যা করেছে। ওই ৪০ জনকে ‘বিশ্বাসঘাতকতা এবং ইরাকী বাহিনীকে সহযোগিতার’ অভিযোগে হত্যা করা হয়। তাদের কমলা রঙের পোশাক পরানো হয়েছিল, তাতে লাল রঙে লেখা ছিল, ‘বিশ্বাসঘাতক এবং আইএসএফের চর’। ইরাকের নিরাপত্তা বাহিনীকে সংক্ষেপে আইএসএফ বলা হয়। জাতিসংঘ জানিয়েছে, বুধবার সন্ধ্যায়ও মসুলের উত্তরাংশে ঘাবাত সেনা ঘাঁটিতে ২০ জন সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়।
×