ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্পকে সহজেই হারাতে পারতেন স্যান্ডারস

প্রকাশিত: ০৬:১১, ১৩ নভেম্বর ২০১৬

ট্রাম্পকে সহজেই হারাতে পারতেন স্যান্ডারস

ডেমোক্র্যাটিক পার্টি যদি হিলারি ক্লিনটনকে প্রার্থী না করে বার্নি স্যান্ডারসকে প্রার্থী করত, তাহলে তিনি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অনায়াসে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতেন। গত সপ্তাহে অনুষ্ঠিত ভোটের দুদিন আগে চালানো এক জরিপে এই চিত্র পাওয়া গেছে। মার্কিন দৈনিক হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে জনমত জরিপগুলো হিলারির জয়ের পক্ষেই বলছিল। কিন্তু তা উল্টে দিয়ে ইলেক্টোরাল কলেজের ভোটে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জয়ী হন নানা মন্তব্যের জন্য বিতর্কিত ট্রাম্প। ডেমোক্র্যাটদের মনোনয়ন দৌড়ে হিলারির সঙ্গে নেমেছিলেন ভারমন্টের সিনেটর স্যান্ডারস। কিন্তু দলের প্রতিনিধিদের পর্যাপ্ত সমর্থন না পেয়ে হার মানতে হয়েছিল নীতির দিক থেকে বামঘেঁষা এই রাজনীতিককে। গ্রাভিস মার্কেটিং নামে এক সংস্থার জনমত জরিপের ওপর ভিত্তি করে হাফিংটন পোস্ট স্যান্ডারসের জয়ের সম্ভাবনার কথা জানিয়েছে। এতে সম্পৃক্ত ছিলেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য এ্যালান গেসেন। তিনি স্যান্ডারসের পক্ষে ছিলেন। এই জনমত জরিপে মূলত দল নিরপেক্ষ ভোটারদের মতামতের প্রতিফলন ঘটেছে। জরিপে বলা হয়েছে, স্যান্ডারস প্রার্থী হলে ৫৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হতেন, বিপরীতে ট্রাম্প পেতেন ৪৪ শতাংশ ভোট। ভোটের ফলাফলের তুলনা দেখিয়ে গ্রাভিস মার্কেটিং বলেছে, দল নিরপেক্ষ ভোটারদের ৪২ শতাংশের সমর্থন পেয়েছেন হিলারি। অন্যদিকে ৪৮ শতাংশের সমর্থন ধনকুবের ট্রাম্প।
×