ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওবামার স্বাস্থ্যসেবার মূল বিষয়গুলো পছন্দ ট্রাম্পের

প্রকাশিত: ০৬:১০, ১৩ নভেম্বর ২০১৬

ওবামার স্বাস্থ্যসেবার মূল  বিষয়গুলো পছন্দ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সার্বজনীন স্বাস্থ্যবীমা পুরোপুরি বাতিল করবেন না, বরং গুরুত্বপূর্ণ বিষয়গুলো রেখে এর কিছু অংশ সংশোধন করবেন। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে শনিবার দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প এ কথা বলেন। নির্বাচনের আগে তিনি বলেছিলেন, দায়িত্ব গ্রহণের পর ওবামাকেয়ার নামে পরিচিত স্বাস্থ্যসেবা বাতিল করাই হবে তার প্রথম কাজ। খবর এএফপি ও টেলিগ্রাফের। নির্বাচনের পর প্রথম এক টিভি সাক্ষাতকারে ট্রাম্প তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন ও তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশংসা করেছেন। তিনি হিলারিকে শক্তিশালী, স্মার্ট বলে অভিহিত করেন। সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ নামে এক অনুষ্ঠানের জন্য শুক্রবার তিনি এ সাক্ষাতকার দেন এবং সাক্ষাতকারটি রবিবার সম্প্রচারিত হবে। ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ওবামার স্বাস্থ্যবীমার বৈষম্য দূর করা সংক্রান্ত বিষয় ও মা-বাবার স্বাস্থ্য পরিকল্পনায় সন্তানদের অন্তর্ভুক্ত রাখার বিষয়গুলো তার পছন্দ। তিনি বীমার এ দুটি নীতির ব্যাপারে বলেন, আমি এগুলো খুবই পছন্দ করি। হোয়াইট হাউসে বৃহস্পতিবার ওবামার সঙ্গে দেখা করেন ট্রাম্প। ওই বৈঠক এবং ওবামার পরামর্শ নিয়ে ওয়াল স্ট্রিটের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। তিনি জানান, বৈঠকে স্বাস্থ্যবীমা পুরোপুরি বাতিল না করতে ওবামা পরামর্শ দিয়েছেন। ওবামার এ পরামর্শ তিনি গুরুত্বসহকারে বিবেচনা করবেন। তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে চান। এমন দেশ চান, যেখানে সবাই একে অন্যকে ভালবাসবে। সিবিএসকে দেয়া পৃথক এক সাক্ষাতকারে ট্রাম্প বলেন, ওবামার স্বাস্থ্যবীমার যে বিষয়গুলো তিনি রেখে দিতে চাচ্ছেন সেগুলো সত্যিই খুব গুরুত্বপূর্ণ। বিলটি সংশোধন করা হবে। আমেরিকার জনগণ যাতে কম অর্থে উন্নত স্বাস্থ্যসেবা পায় তার জন্য বিলে পরিবর্তন আনা হবে। নির্বাচনী প্রচারের সময় হিলারিকে তার ই-মেইল কেলেঙ্কারির জন্য জেলে ঢোকানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। হিলারিকে অসৎ, মাদকাসক্ত বলে আক্রমণ করা ট্রাম্প সিবিএসের সঙ্গে সাক্ষাতকারে বলেন, তিনি ডেমোক্র্যাট প্রার্থীর সৌজন্যে মুগ্ধ। হিলারির পরাজয় স্বীকার করে নেয়ার মুহূর্ত সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি চিন্তা করতে পারছি, এটা হিলারির জন্য অনেক কঠিন ছিল। আমার সঙ্গে এমন হলে যা হতো বিষয়টি হিলারির জন্য তার চেয়ে অনেক কঠিন। তবে আমার জন্যও এটি অনেক কঠিন হতো। সাক্ষাতকারের সময় তার সঙ্গে স্ত্রী মেলানিয়া ও তার চার ছেলে-মেয়ে উপস্থিত ছিলেন। ট্রাম্প বলেন, হিলারি শুধু তাকে বলেছেন, অভিনন্দন ডোনাল্ড, ভাল করেছেন। আর আমি বলেছি, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনি একজন ভাল প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি আরও বলেন, তিনি নির্বাচনের পরের দিন বিল ক্লিনটনের সঙ্গেও কথা বলেছেন।
×