ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সাবেক দূত মাইকেল ম্যাকফুয়েল রাশিয়ায় নিষিদ্ধ

প্রকাশিত: ০৬:১০, ১৩ নভেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের সাবেক দূত মাইকেল ম্যাকফুয়েল রাশিয়ায় নিষিদ্ধ

রাশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফুয়েল বলেছেন, তাকে ক্রেমলিনের নিষেধাজ্ঞা তালিকায় রাখা হয়েছে এবং তার রাশিয়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে বলে রুশ সংবাদ সংস্থাগুলো জানিয়েছে। খবর এএফপি ও বিবিসির। ম্যাকফুয়েল বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামার ঘনিষ্ঠ হওয়ায় এবং আমার নিয়োগে তার অনুমোদন থাকার কারণে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার আগে হিলারি ক্লিনটনের পক্ষে কাজ করতে তিনি রাশিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত রাশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। এক ফেসবুকে পোস্টে ম্যাকফুয়েল বলেছেন, বলা হয়েছে যে, আমি ক্রেমলিনের নিষেধাজ্ঞা তালিকায় রয়েছি। কারণ ওবামার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমি বিষয়টিকে ভালভাবে নিয়েছি।
×