ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিলিয়নিয়ার ট্রাম্পের সামনে নজিরবিহীন স্বার্থ দ্বন্দ্বের ঝুঁকি

প্রকাশিত: ০৬:১০, ১৩ নভেম্বর ২০১৬

বিলিয়নিয়ার ট্রাম্পের সামনে  নজিরবিহীন স্বার্থ  দ্বন্দ্বের ঝুঁকি

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্প নিজেকে একজন বিলিয়নিয়ার হিসেবে তুলে ধরে বলেছিলেন, নির্বাচিত হলে তিনি তার ব্যবসায়িক প্রজ্ঞা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে, আমেরিকানদের কর কমাতে ও সুবিধাজনক বাণিজ্য চুক্তির জন্য ব্যবহার করবেন। কিন্তু রাষ্ট্রীয় নীতির বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলে ট্রাম্প অর্গানাইজেশনের ছাদের নিচে থাকা বিপুল ও জটিল ব্যবসায়িক নেটওয়ার্ক- যার মধ্যে রয়েছে বহু বিদেশি বিনিয়োগ ও দায়, তা নজিরবিহীন স্বার্থের দ্বন্দ্ব তৈরি করতে পারে। খবর ওয়েবসাইটের। মার্কিন আইনে কংগ্রেস সদস্য ও নিচের দিকের কর্মকর্তাদের ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট রুলস’ মেনে চলার বাধ্যবাধকতা থাকলেও প্রেসিডেন্টের ব্যক্তিগত ব্যবসায় জড়িত থাকতে বাধা নেই। লিন্ডন জনসনের জীবনীকার রবার্ট কারো জানান, ষাটের দশকে দায়িত্ব পালন করা এই প্রেসিডেন্ট তার সম্প্রচার ব্যবসা থেকে দূরে থাকার ঘোষণা দিলেও বাস্তবে অন্তরালে তিনিই তা চালিয়ে গেছেন। ওয়াশিংটনভিত্তিক অরাজনৈতিক পর্যবেক্ষক সংগঠন সিটিজেনস ফর রেসপনসিবিলিটি এ্যান্ড এথিকসের নির্বাহী পরিচালক নোয়াহ বুকবাইন্ডার বলেন, এক্ষেত্রে কোনও আইনি বাধা ও বাধ্যবাধকতা নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক দশকগুলোতে যুক্তরাষ্ট্রের অধিকাংশ প্রেসিডেন্টই দায়িত্ব পালনকালে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি স্বেচ্ছায় ‘ব্লাইন্ড ট্রাস্টের’ ওপর ছেড়ে দিয়েছেন। কোন ধরনের অনিয়ম এড়াতে ওই ট্রাস্ট স্বাধীন পরামর্শক দিয়ে পরিচালিত হয়। ‘ব্লাইন্ড ট্রাস্টের আওতায় সম্পদের ব্যবস্থাপনা কীভাবে হচ্ছে সে বিষয়ে মালিকের কোনও বক্তব্য বা ধারণা থাকে না। প্রেসিডেন্ট বারাক ওবামা বারাক ওবামা সে পথে না হাঁটলেও তার বিনিয়োগ ছিল মূলত ইউএস ট্রেজারি নোটসহ বিভিন্ন বন্ডে, যেখানে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হওয়ার সুযোগ কম। ট্রাম্পের ব্যবসার মধ্যে রয়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হোটেল, গলফ কোর্স ও ‘লাইসেন্সিং’ কোম্পানি। ভোটের প্রচারের সময় আইন অনুযায়ী ১০৪ পৃষ্ঠার একটি আর্থিক বিবরণী ট্রাম্প দাখিল করেন, যাতে দেখা যায়, পাঁচশ’র বেশি প্রতিষ্ঠানে তার আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে। এগুলোর মধ্যে চায়না ট্রেডমার্ক এলএলসি এবং ডিটি মার্কস কাতার এলএলসির মতো প্রতিষ্ঠানের নাম থাকলেও ওই বিবরণীতে বিস্তারিত তথ্য দেয়া হয়নি।
×