ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিআইএম এ্যালামনাই এ্যাসোসিয়েশনের মেগা পুনর্মিলনী ১৮ নবেম্বর

প্রকাশিত: ০৬:০৮, ১৩ নভেম্বর ২০১৬

বিআইএম এ্যালামনাই এ্যাসোসিয়েশনের মেগা পুনর্মিলনী  ১৮ নবেম্বর

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে ৫০ বছর পর প্রথমবারের মতো ‘মেগা পুনর্মিলনীর’ আয়োজন করেছে বিআইএম এ্যালামনাই এ্যাসোসিয়েশন। আগামী ১৮ নবেম্বর মিরপুর রোডের ৪ সোবহানবাগে বিআইএম প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার সকাল সাড়ে ১০টায় পুনর্মিলনীর উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার দুপুর দুইটায় বিআইএমের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিআইএম এ্যালামনাই এ্যাসোসিয়েশন সদস্যসচিব ও প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর হোসাইন। বিআইএমের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বাড়ানো, দক্ষতা উন্নয়ন, চাকরির সুযোগ তৈরি, মানবসম্পদ উন্নয়ন, বিআইএমের কর্মকা-ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেই এই পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। যেসব শিক্ষার্থী ছয় মাস ও এক বছর মেয়াদী ডিপ্লোমা সম্পন্ন করেছেন তারাই অংশগ্রহণ করতে পারবেন।
×