ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাম্পার ফলনের আশা

রাজশাহী অঞ্চলে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে আমনের চাষ

প্রকাশিত: ০৬:০৭, ১৩ নভেম্বর ২০১৬

রাজশাহী অঞ্চলে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে আমনের চাষ

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে শুরু হয়েছে আমন ধান কাটা-মাড়াইয়ের কাজ। শুরুতেই ধানের ফলনে তৃপ্ত কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়োপযোগী বৃষ্টিপাতের কারণে এবার এ অঞ্চলে আমনের বাম্পান ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। এবার এ অঞ্চলে আমন ধানের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও মনে করছেন কৃষি কর্মকর্তারা। বর্তমান সরকারের বিনামূল্যে বীজ, সার ও অর্থ কাজে লাগিয়ে কৃষকরা বাম্পার ফলনের ইঙ্গিত পাচ্ছেন। কাটা-মাড়াইয়ের পরও মিলছে বাম্পার ফলন। এ অঞ্চলে এবার ১৫ হাজার ৩৭০ হেক্টর জমিতে আমনের আবাদ বেড়েছে। এদিকে এরই মধ্যে ঘরে উঠতে শুরু করেছে নতুন ধান। বরেন্দ্র অঞ্চলের রুক্ষ প্রকৃতি জুড়ে এখন আমন কাটার ধুম। শীষ থেকে ধান বের হয়ে, তা পেকেছে। দোল খাচ্ছে বাতাসে। ফলে কৃষক-কৃষাণীরা আগামীর স্বপ্নে মুখর রয়েছে। তবে দাম নিয়ে ধোঁয়াশা কাটছে না তাদের। কাক্সিক্ষত দাম না পেলে বাম্পার ফলনের পর লোকসান গুনতে হবে কৃষকদের। রাজশাহীর মোহনপুরের মৌগাছি গ্রামের কৃষক আশরাফুল ইসলাম জানান, তার এলাকায় আগাম ধান কাটা শুরু হয়েছে। তিনি বলেন এবার ক্ষেতে রোগবালাই তুলনামূলক কম ছিল। আবহাওয়া অনুকূল থাকায় এবার ফলন ভাল হয়েছে। তার মত অনেক কৃষকের মুখে হাসি ফুটেছে। বাগমারা উপজেলার কাবাড়িপাড়ার আব্দুল জব্বার ও তানোরের রাতইল গ্রামের আব্দুল মান্নান জানান, গতবারের চেয়ে এবার ধানের আবাদ ভাল হয়েছে। ফলনও ভাল। পবার তেঘর গ্রামের আলতাব সরকার জানান, যে পরিমাণ ফলন হয়েছে শুরুতে যদি বাজারে ধানের দাম ভাল থাকে তাহলে কৃষকরা লাভবান হবেন। বাগসারা গ্রামের হাকিম বলেন, পরিমিত বৃষ্টিপাতের কারণে ধানে এবারে সেচ লাগেনি। সেচ না লাগায় উৎপাদন খরচও কম হয়েছে। শেষ পর্যন্ত ধানের ভাল দাম পেলে কৃষক লাভবান হবেন। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত-পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান জানান, চলতি মৌসুমে এ অঞ্চলে ৩ লাখ ৭৯ হাজার ৬৬০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারত করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩ লাখ ৯৫ হাজার ৩০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। তিনি জানান, রাজশাহী জেলায় ৭০ হাজার ২২৪ হেক্টর আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু আবাদ হয়েছে ৭৫ হাজার ৩৩০ হেক্টর জমিতে। গতবার লক্ষ্যমাত্রা ছিল ৬৫ হাজার ৭৩৫ হেক্টর। এদিকে রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলায় লক্ষ্যমাত্রা ছিল একলাখ ৯৬ হাজার ৬৪ হেক্টর। আবাদ হয়েছে ২ লাখ এক হাজার ৪৬৫ হেক্টর জমিতে। নাটোরে ৫৫ হাজার ৬শ’ হেক্টরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ৬৫ হাজার ৪৯০ হেক্টর জমিতে। আর চাঁপাইনবাবগঞ্জে আমনের আবাদ হয়েছে ৫২ হাজার ৭৪৫ হেক্টর জমিতে।
×