ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৬:০০, ১৩ নভেম্বর ২০১৬

ক্যাম্পাস সংবাদ

সিইউএসটি উপাচার্যের সহযোগিতামূলক সভা সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সাইন্স এ্যান্ড টেকনোলজির (সিইউএসটি) ব্যবস্থাপনার উর্ধতন কর্তৃপক্ষের ছয় সদস্যের একটি দল সম্প্রতি বহির্বিশ্বে মানসম্পন্ন ছয়টি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান। ফলে সিইউএসটি বিভিন্ন দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছে যেগুলোর প্রায় প্রতিটিই সিইউএসটির সঙ্গে গঙট বা গঙঅ করতে আগ্রহ প্রকাশ করেছে। গত ২-৫ নভেম্বর মালয়েশিয়া ও যুক্তরাজ্যে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্সে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব এপ্লায়েড সাইন্স এ্যান্ড আর্টসের স্কুল অব বিজনেস- ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের প্রতিনিধি দলের সঙ্গে ও জাপানের সিবা ইউনিভার্সিটি অব কমার্সের (সিইউসি) ‘গ্র্যাজুয়েট স্কুল এ্যান্ড একাডেমিক এফেয়ার্স’-এর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর মিয়োকি আসোর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে এবং ইন্দোনেশিয়ার বাংদুং ইনস্টিটিউট অব টেকনোলজির (আইটিবি) ‘বিজনেস এ্যান্ড ম্যানেজমেন্ট স্কুল’ এর ডিন প্রফেসর ড. সুদার্সো কাদেরি উইরিওনোর সঙ্গে সিইউএসটির উপাচার্য প্রফেসর ড. গাজী মাহাবুবুল আলমের আলোচনায় সবাই দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ও সহযোগিতার আশ্বাস দেন। উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার ইউরোপ-আমেরিকার চেয়ে লেখাপড়ার খরচ ও জীবনযাত্রার ব্যয় তুলনামূলকভাবে কম দক্ষিণ কোরিয়ায়। অনেকেরই রয়েছে দক্ষিণ কোরিয়ায় উচ্চ শিক্ষার বিষয়ে আগ্রহ। দক্ষিণ কোরিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত খ্যাতনামা বিশ্ববিদ্যালয় উসং ইউনিভার্সিটি। এ বিশ্ববিদ্যালয়ের কলেজ অব রেলরোড এ্যান্ড ট্রান্সপোর্টেশন, কলেজ অব ডিজিটাল মিডিয়া, কলেজ অব হেলথ এ্যান্ড ওয়েল ফেয়ার, কলেজ অব হোটেল এ্যান্ড কিউলিনারী, সোল ইন্টারন্যাশনাল স্কুল, সলব্রিজ স্কুল অব বিজিনেস, গ্রাজুয়েট স্কুল অব ম্যানেজমেন্ট, গ্রাজুয়েট স্কুল অব ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড ডিজাইনসহ বিভিন্ন ফ্যাকাল্টির অধীনে আন্ডারগ্রাজুয়েট/অনার্স/বিএসসি এবং মাস্টার্স/ এমএসসি করার সুযোগ রয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টিতে আগামী ফেব্রুয়ারি-মার্চ সেমিস্টারে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে ধানম-িতে চষধহবঃধৎু ঊফঁপধঃরড়হ ঝবৎারপবং ইধহমষধফবংয খরসরঃবফ (চঊঝইউ) আগামী ১৪ নবেম্বর বেলা ২টা আয়োজন করেছে স্পট এডমিশন এবং সেমিনার। বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল ম্যানেজার মি. রাকেশ লাজার উপস্থিত থেকে সেমিনার এবং স্পট এডমিশন পরিচালনা করবেন। চাইলে আপনিও অংশগ্রহণ করতে পারেন এ সেমিনারে। যোগাযোগ : পিইএসবিডি, হাফিজউল্লাহ গ্রিন (দ্বিতীয় তলা) সুইট-ই১ ১৫/এ জিগাতলা, ধানম-ি, ঢাকা-১২০৯। ফোন: ০১৭৭০০০৯৯৪৪, ০১৭৪১৯০২৮৪৪। ক্যাম্পাস প্রতিবেদক
×