ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আকিল জামান ইনু

ট্রাম্পের বিজয় ও বিশ্ব অর্থনীতিতে প্রতিক্রিয়া

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ নভেম্বর ২০১৬

ট্রাম্পের বিজয় ও  বিশ্ব অর্থনীতিতে  প্রতিক্রিয়া

ইতি ঘটেছে সব জল্পনা-কল্পনার। বিতর্ক, আলোচনা, সমালোচনা, জরিপের ফলাফল, ভবিষ্যদ্বাণী সব পেছনে ফেলে মার্কিন ভোটাররা জানিয়ে দিয়েছেন তাদের সিদ্ধান্ত। আগামী চার বছরের জন্য তারা বেছে নিয়েছেন তাদের নেতা, তাদের প্রেসিডেন্ট-ডোনাল্ড ট্রাম্প। প্রত্যাশিত বা অপ্রত্যাশিত যাই হোক না কেন এটাই এখন বাস্তবতা। নতুন প্রেসিডেন্ট যেমন অভ্যন্তরীণ নীতি নির্ধারণ করবেন তেমনি এক মেরু বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর দেশ হিসেবে আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রভাব বিস্তার করবেন সেটাই স্বাভাবিক। কেবল নিজ দেশের অর্থনীতি নয় বিশ্ব অর্থনীতিতেও মার্কিন প্রভাব অপরিসীম। এই প্রভাব বিস্তারের কেন্দ্রে দাঁড়ানো মানুষটি মার্কিন প্রেসিডেন্ট। পরিবর্তন গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম। মার্কিন ভোটাররা পরিবর্তনকে স্বাগত জানিয়ে রিপালিকান প্রার্থী ট্রাম্পকে বেছে নিয়েছেন। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যাশাটি হয়ত ছিল ভিন্ন । জরিপ, বিতর্ক রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দায়িত্ব পালনÑ সবকিছুতে এগিয়ে থাকা হিলারির বিজয় দেখছিলেন অনেকে। আর খেপাটে ট্রাম্পের বিজয় বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলেই ধারণা দিচ্ছিলেন বিশেষজ্ঞরা। এই ধারণা কতটুকু সত্য সে উত্তর সময়ের হাতে। কিন্তু আন্তর্জাতিক বাজারে প্রাথমিক প্রতিক্রিয়াটি যে নেতিবাচক সে ইঙ্গিত দিচ্ছে অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের মূল্য হ্রাস। ট্রাম্পের বিজয়ের আভাসের সঙ্গে সঙ্গে ডলার যেমন মূল্য হারাতে শুরু করে, তেমনি আন্তর্জাতিক পুঁজি বাজারেও প্রতিক্রিয়া বিপরীতমূখী। উল্লেখ্য, ব্রেক্সিটের পর আন্তর্জাতিক পুঁজিবাজার হারিয়েছে ট্রিলিয়ন ডলার। এবারের প্রতিক্রিয়া আরও মারাত্মক। হিলারির জয়ের আভাসে চাঙ্গা হয়ে ওঠা ডলার ট্রাম্পের বিজয়ের সম্ভাবনা মাত্রই ইয়েনের বিপরীতে তিন শতাংশের বেশি দর হারিয়েছে। সুইস ফ্রার বিপরীতে হারিয়েছে ১.৮ শতাংশ। ডলারের বিপরীতে ম্যাক্সিকান মূদ্রা পেসো দর হারিয়েছে রেকর্ড পরিমান। এসএ্যান্ডপি ইনডেক্স ৫০০ ফিউচারস পাঁচ শতাংশ দর হারানোয় সার্কিট ব্রেকার ভেঙ্গে পড়েছে। ইউরোপীয় শেয়ারগুলো দর হারিয়েছে ৪ শতাংশ। ওয়ালস্ট্রিটে শেয়ারের দরপতন ঘটেছে ৩ শতাংশ। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ স্টক থেকে থাকছেন দূরে। বেড়েছে সভরেন বন্ড ও সোনার দাম। পাশাপাশি মূল্য বৃদ্ধি পেয়েছে চীন অষ্ট্রেলিয়াসহ আরোও কয়েকটি শেয়ার বাজারে। তবে এগুলো কেবলই প্রাথমিক প্রতিক্রিয়া। সম্পূর্ণ চিত্র পেতে আমাদের কিছুটা অপেক্ষা করতেই হবে।
×