ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫৪, ১৩ নভেম্বর ২০১৬

টুকরো খবর

লৌহজংয়ে গুণীজন সম্মাননা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে কৃতী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা দেয়া হয়েছে। শনিবার লৌহজং কলেজ প্রাঙ্গণে ব্যতিক্রমী আয়োজনে ১শ’ ৬৪ জন কৃতী শিক্ষার্থী ও চার গুণীজন এবং এক শিক্ষাপ্রতিষ্ঠানকে এ সম্মাননা প্রদান করা হয়। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের লৌহজং কেন্দ্রের এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশ^সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ফাউন্ডেশনটির কেন্দ্রীয় সভাপতি ড. নূহ-উল-আলম লেনিন। ফাউন্ডেশনের লৌহজং কেন্দ্রের সভাপতি কবির ভূঁইয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেকুজ্জামান, লৌহজং কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, ফাউন্ডেশনটির প্রচার সম্পাদক নজরুল ইসলাম খান হান্নান, ফাউন্ডেশনের লৌহজং কেন্দ্রের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। এইচএসসিতে ৯ জন, এসএসসিতে ২০, জেএসসিতে ৩৯, পিএসসি (ট্যালেন্টপুল) ৩২ ও পিএসসি সাধারণে ৬৪ জনসহ লৌহজং উপজেলার মোট ১৬৪ কৃতীর মাঝে বই ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া প্রবীণ সফল শিক্ষক রওশন আরা বেগম, সফল শিক্ষক হিসেবে কলমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর সারোয়ার, সফল মৎস্যচাষী মোহাম্মদ সালাউদ্দিন গাজী, মুক্তিযুদ্ধে অবদানের জন্য কমান্ডার আলহাজ সোলায়মানকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষালয় হিসেবে কলমা লক্ষীকান্ত উচ্চ বিদ্যালয়কে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথির ভাষণে আলোকিত মানুষ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আমরা ছোট হতে পারি, কিন্তু অক্ষম নই। চেষ্টা করলেও অনেক দূর এগিয়ে যেতে পারব। আজকে যারা কৃতী হিসেবে সম্মাননা পাচ্ছ আগামীতে তাদের কৃতী হতে আরও অধ্যাবসায় চালিয়ে যেতে হবে। নয়ত এ স্থানটি দখল করে নেবে অন্যরা। তিনি উপস্থিত শিশুদের নানা হাসির গল্পের মাধ্যমে আলোকিত হওয়ার স্বপ্ন দেখান। ট্রেনে কেটে ছাত্রীর মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সীতাকু-ের কুমিরায় ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রী প্রাণ হারিয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম মাহমুদা আক্তার মিলি (২১)। সে স্থানীয় বিজয়নগর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী। রেল পুলিশ জানায়, ঘটনার পর তারা মরদেহ উদ্ধার করে। পরে স্বজনদের খবর দেয়া হলে তারা এসে মিলিকে শনাক্ত করে। লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু ঘটনাটি নিছক দুর্ঘটনা না আত্মহত্যা তা নিয়ে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। চারদিনেও ফেরত দেয়নি ৬ জেলেকে স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সেন্টমার্টিন সাগর থেকে ধরে নিয়ে যাওয়া ছয় জেলেকে চার দিনেও ফেরত দেয়নি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। তাদের ফেরত আনার ব্যবস্থা নিতে ফিশিং বোটের মালিক সেন্টমার্টিন কোনারপাড়ার নাসির উদ্দিন শনিবার টেকনাফ বিজিবি বরাবর আবেদন করেছেন। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সহ-অধিনায়ক আবু রাসেল ছিদ্দিক বলেন, বাংলাদেশী ওই ছয় মাঝি-মাল্লাকে ফেরত আনার বিষয় নিয়ে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। উল্লেখ্য, বুধবার দুপুরে সেন্টমার্টিনের অদূরে বাংলাদেশের জলসীমায় মাছ শিকাররত অবস্থায় ছয় মাঝি-মাল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে মিয়ানমারে নিয়ে যায় দেশটির সীমান্তরক্ষী পুলিশের একটি দল। ওই জেলেরা বর্তমানে মংডু জেলে রয়েছেন বলে খবর পাওয়া গেছে। সিরাজগঞ্জে কলেজে নবীনবরণ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শনিবার সকালে সদর উপজেলার ডিকেবিইউ ডিগ্রী কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন যে কোন মূল্যে শিক্ষাঙ্গনকে সন্ত্রাস জঙ্গীবাদ ও মাদক মুক্ত রাখতে হবে । শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হায়দার আলী ম-লের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মোস্তফা কামাল খান, এ্যাড. রজব আলী, আনোয়ার হোসেন ফারুক, এ্যাড কাওছার আহম্মেদ লিটন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনাজপুরে রুপীসহ তিন নারী আটক স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর সীমান্ত থেকে তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার পাঁচশ’ ভারতীয় রুপী, মোবাইল সীমসহ দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে ওই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ঝিনাইদহ জেলা সদরের বান্দারী গ্রামের আজাদ মিয়ার স্ত্রী পারভীন আখতার (৩৫), তার মেয়ে সাথী আখতার (১৮) এবং একই গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী নিরু খাতুন (৩০)। এদের মধ্যে পারভীন বাংলাদেশ এবং ভারত উভয় দেশের নাগরিক বলে জানায় বিজিবি। বিদ্যুতস্পৃষ্টে একজনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১২ নবেম্বর ॥ সদর উপজেলার মান্দারী বাজারে নির্মাণাধীন নিজেদের মার্কেটে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সিঙ্গাপুর ফেরত আজহার উদ্দিন বাবলুর (৪১) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। তার পিতার নাম মৌলভী রুহুল আমিন ভূঁইয়া। তার গ্রামের বাড়ি সদর উপজেলার দক্ষিণ মান্দারীতে। চট্টগ্রামে জাহাজ দুর্ঘটনায় তদন্ত কমিটি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর চ্যানেলে সিমেন্ট ক্লিঙ্কারবাহী জাহাজ দুর্ঘটনার ঘটনায় একটি তদন্ত কমিটি হয়েছে। নৌবাণিজ্য অধিদফতরের পক্ষ থেকে দুই সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়েছে নটিক্যাল সার্ভেয়ার শেখ জালাল উদ্দিন গাজী ও চট্টগ্রাম বন্দরের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আবু সুফিয়ান। উল্লেখ্য, গত শুক্রবার বন্দর চ্যানেলে এমভি সামির নামের সিমেন্ট ক্লিঙ্কারবাহী একটি জাহাজ বহির্নোঙ্গর থেকে জেটিতে আসার সময় দুর্ঘটনাকবলিত হয়। এ ঘটনায় ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। জঙ্গী রোধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শনিবার সকালে চট্টগ্রাম নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত আহলে সুন্নাত ওয়াল জামা’আতের এক সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক দাঙ্গা ও জঙ্গীবাদ ঠেকাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। নাসিরনগরে সংখ্যালঘুদের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটি আয়োজিত সমাবেশে এ আহ্বান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচী ও নিউমার্কেট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার। বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ, মাওলানা করিম উদ্দিন নুরী, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, নাসির উদ্দিন মাহমুদ, মোহাম্মদ এনামুল হক সিদ্দিকী প্রমুখ। ২২ দফা দাবিতে রাবির হলে বিক্ষোভ রাবি সংবাদদাতা ॥ নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই সংযোগ, ডাইনিং ও ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধি এবং প্রশংসাপত্রের অতিরিক্ত ফি কমানোসহ ২২ দফা দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীরা। শনিবার বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রাধ্যক্ষের কক্ষের সামনে তারা বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- হলের টয়লেট-বাথরুম নিয়মিত পরিষ্কার ও সংস্কার, টিউবয়েলের সংখ্যা বৃদ্ধি, হলের নেট কক্ষ ও মসজিদের মাইক সংস্কার, কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার মার্জিত করা, গ্রন্থাগার ও লন্ড্রির দোকান নিয়মিত খোলা রাখা, খেলাধুলার কক্ষে সরঞ্জাম বৃদ্ধি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং আবাসিক শিক্ষকদের নিয়মিত হলে অবস্থান। এ সময় হলের ৫৩ শিক্ষার্থীর স্বাক্ষরিত স্মারকলিপি প্রাধ্যক্ষ অফিসে জমা দেয়া হয়। এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ ড. মোহা. আশরাফ উজ জামান বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো অতি দ্রুত পূরণের চেষ্টা করা হবে। মাদ্রাসা শিক্ষক বরখাস্ত নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১২ নবেম্বর ॥ সালথায় ১১ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করায় ঘটনা এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। আহত ছাত্ররা সুস্থ আছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা গাজী আবু বকর বলেন, ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন। এ ঘটনা ঘটেছে উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা জামিয়া সামসুল উলুম মাদ্রাসায়। মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষক হাফেজ আব্দুল রাজ্জাক ১১ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের দুই নেতাকে কুপিয়ে জখম স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের উত্তাপ এখনও কমেনি রাজশাহীর বাগমারায়। এ উপজেলায় ফের দলীয় কোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে। নির্বাচনী কোন্দলের জের ধরে সর্বশেষ শুক্রবার উপজেলার তাহেরপুরের জাহেদুল ইসলাম (৫৫) ও আব্দুর রাজ্জাক স্বপন (৫০) নামের দুই আওয়ামী লীগ নেতাকে গুলির পর কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাহেরপুর পৌরসভার পুরনো বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর খবর পেয়ে তাহেরপুর ফাঁড়ির পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে বাগমারা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। টিফিন ক্যারিয়ার বিতরণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১২ নবেম্বর ॥ সদর উপজেলার সালন্দর ইউনিয়নের এলজিএসপির সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টিফিন ক্যারিয়ার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শরিবার বিকেলে সালন্দর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। সালান্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব হোসেন মুকুলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন বাবু। দারিদ্র্য বিমোচনে সেমিনার বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘দারিদ্র্য বিমোচনে প্রযুক্তির প্রসার, সম্ভাবনা ও ঝুঁকি’ প্রতিপাদ্য সামনে রেখে রবিবার থেকে দিন দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার ও কৃষি প্রযুক্তি মেলা শুরু হচ্ছে। বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কেন্দ্রে দক্ষিণ ও দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে বৃহৎ ওই আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। জানা যায়, সেমিনারে মূল প্রবন্ধ ছাড়াও ৬টি সেশনে ১৪১টি বৈজ্ঞানিক প্রবন্ধে ৮৮টি মৌখিক ও ৫৩টি পোস্টার উপস্থাপিত করা হবে। বাংলাদেশ, মালয়েশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশ থেকে দু’শ’ বিজ্ঞানী ও গবেষক অংশগ্রহণ করবেন।
×