ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আদিবাসী হত্যা ও মন্দিরে হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৫৩, ১৩ নভেম্বর ২০১৬

আদিবাসী হত্যা ও  মন্দিরে হামলার প্রতিবাদে বিক্ষোভ

জনকণ্ঠ ডেস্ক ॥ আদিবাসী হত্যা, মন্দির ও বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা অভিযুক্তদের দ্রুত শাস্তি দাবি করেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। গাইবান্ধা ॥ আদিবাসী সাঁওতাল পল্লীতে সন্ত্রাস, হত্যা, নাসিরনগরসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, বসত বাড়িতে হামলা, লুটপাটের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচী পালন করে। বাসদ মাকর্সবাদী জেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সংগঠনের আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু প্রমুখ। বক্তারা গোবিন্দগঞ্জের আদিবাসী সাঁওতাল পল্লীতে পুলিশ অগ্নিসংযোগ, লুটপাট ও গুলি করে মানুষ হত্যা করায় নিন্দা করেন। তারা ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তসহ দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। রাজশাহী ॥ গোবিন্দগঞ্জের বাগদাফার্মে আদিবাসী হত্যা, উচ্ছেদ, ঘরবাড়ি ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে আদিবাসী ছাত্র পরিষদ। শনিবার বেলা ১১টায় নগরীর গণকপাড়া মোড় থেবে মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতি ভূষণ মাহাতোর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিঠুন কুমার উরাও, সহ-সভাপতি যাকোব এক্কা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি হেমন্ত মাহাতো, সাধারণ সম্পাদক নকুল পাহান, রাজশাহী কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক দুলাল মাহাতো, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম প্রমুখ। পঞ্চগড় ॥ নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, ধর্মীয় উপাসনালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে জেলা জাসদ ঘণ্টাব্যাপী এই কর্মসূচী পালন করে। এ সময় বক্তব্য দেন জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ, দফতর সম্পাদক মফিজার রহমান, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, জেলা যুব জোটের আহ্বায়ক সাজ্জাদ আলম।
×