ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অস্ত্রের মুখে দোকান কর্মচারীকে উঠিয়ে এনে খুন

প্রকাশিত: ০৫:৫৩, ১৩ নভেম্বর ২০১৬

অস্ত্রের মুখে দোকান কর্মচারীকে উঠিয়ে এনে খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ টঙ্গীতে অস্ত্রের মুখে দোকান কর্মচারীকে উঠিয়ে এনে হত্যা করে চাঁদার দাবিতে সন্ত্রাসীরা। বগুড়ায় নেশার টাকা না পেয়ে ছোট ভাই খুন করেছে বড় ভাইকে। দিনাজপুরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। এছাড়া গাজীপুর, কেশবপুর ও টাঙ্গাইলে পাঁচ লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর ঃ টঙ্গী ॥ নিয়মিত চাঁদা না দেয়ায় টঙ্গীতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর্মচারীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে প্রকাশ্যে হত্যা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জুয়েল নামের সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত কর্মচারীর নাম বাবু (১৮)। সে টঙ্গীর পূর্ব আরিচপুরে পুরাতন লৌহ ব্যবসায়ী আরফানের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করত। ব্যবসায়ীরা জানান, চিহ্নিত সন্ত্রাসীগোষ্ঠী এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত চাঁদাবাজি করে আসছে। আরফানের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী বাবু খুচরা বিক্রেতাদের কাছ থেকে পুরাতন লৌহ ও লৌহজাত দ্রব্য কিনে গুদামজাত করত। এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তার কাছ থেকে নিয়মিত চাঁদা নিত। দোকান মালিকের অপারগতায় গত এক মাস যাবত চাঁদা দেয়া বন্ধ করে দেয় বাবু। এর জের ধরে গত শুক্রবার বেলা ১১টার দিকে ১০-১২ সন্ত্রাসী দেশী ও আগ্নেয়াস্ত্র নিয়ে আরফানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে বাবুকে দোকান থেকে তুলে নিয়ে স্থানীয় বালুরমাঠে চাপাতি দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গী সরকারী হাসপাতালে নেয়। অবস্থার অবনতি ঘটলে পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার ঢামেকে বাবু মারা যায়। বগুড়া ॥ নন্দীগ্রামে নেশার টাকা না পেয়ে ছোট ভাই বড় ভাইকে খুন করেছে। শনিবার ভোরে বেগুনবাড়িয়া এলাকায় ছোট ভাই আব্দুল হাকিম হাকু তার বড় ভাই মোফাজ্জল হোসেনকে (৫২) ডাকে। ঘরের দরজা খুলে বড় ভাই বের হয়ে আসার সঙ্গেই চাকু দিয়ে দেহের কয়েক স্থানে আঘাত করার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় মামলা দায়ের হযেছে। দিনাজপুর ॥ উপশহরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী পালিয়ে গেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর শাশুড়িকে পুলিশ আটক করেছে। শনিবার বেলা ১১টায় উপশহর ব্লকনং ৬-এর রেজাউল করিম তার স্ত্রী সাহিদা বেগমকে (৩২) পারিবারিক কলহের কারণে নির্যাতনের পর হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। নিহত গৃহবধূর কন্যাসন্তান রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর শাশুড়ি নুর জাহান বেগমকে পুলিশ আটক করেছে। গাজীপুর ॥ স্কুলছাত্রীসহ পৃথক ঘটনায় তিন লাশ শনিবার উদ্ধার করেছে পুলিশ। এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শাহজাহান মিয়া ক্লাসে নিয়মিত না যাওয়া ও লেখাপড়ায় মনোযোগী না হওয়ার কারণে শনিবার সকালে তার মেয়ে শারমিন আক্তারকে (১৬) বকাঝকা করেন। এ ঘটনায় বাবার সঙ্গে অভিমান করে দুপুরে শারমিন নিজ ঘরের ধন্নার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। একই উপজেলার টেকিবাড়ী চানপুর এলাকার কয়েদ আলীর মেয়ে আন্না আক্তারের (২২) ঝুলন্ত লাশ শনিবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ। সে মানসিক প্রতিবন্ধী ছিল। অপরদিকে, সেপটিক ট্যাঙ্ক থেকে নিখোঁজ প্রতিবন্ধী শিশুর লাশ শনিবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে রফিক নামে যুবককে আটক করা হয়েছে। নিহতের নাম নয়ন (৭)। সে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাওসাবাড়ি গ্রামের আব্বাস আলীর ছেলে। কেশবপুর ॥ শনিবার দুপুরে কেশবপুর থানা পুলিশ প্রতিবেশীর ছাদ থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। তার নাম মেরী খাতুন (২৭)। সে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা গ্রামের মীর শাহাজান আলীর স্ত্রী। তাদের একমাত্র ছেলে এবার জেএসসি পরীক্ষার্থী শামীম হোসেন জানায়, শুক্রবার জুমার নামাজ আদায় করে বাড়ি ফিরে তার মাকে আর খুঁজে পাওয়া যায়নি। সারারাত খোঁজাখুঁজির পর শনিবার প্রতিবেশী মীর আব্দুল মতলেবের বসতঘরের খোলা ছাদে তার মায়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। টাঙ্গাইল ॥ ঘাটাইলে সংরক্ষিত বনের ভেতর থেকে (২৫) বছর বয়সী অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঘাটাইল উপজেলা থেকে ৩০ কিলোমিটার পূর্ব দিকে ধলাপাড়া ইউনিয়নের কয়েদিপাড়া বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
×