ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়কে নিহত পাঁচ

প্রকাশিত: ০৫:৫২, ১৩ নভেম্বর ২০১৬

সড়কে নিহত পাঁচ

জনকণ্ঠ ডেস্ক ॥ মির্জাপুর ও মানিকগঞ্জে তিন মোটরসাইকেল আরোহী এবং ঝিনাইদহে দুই নসিমনযাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর ঃ মির্জাপুর ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার দেওহাটা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ক্ষুদিরামপুর এলাকার সালাম মিয়া (৩২) ও আরিফ হোসেন (৩৫)। জানা গেছে, নিহতরা সকালে মোটরসাইকেলযোগে ঢাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। পথে মহাসড়কের ওই স্থানে তারা কালিয়াকৈরগামী ম্যাক্সিকে অতিক্রম করার চেষ্টা করছিলেন। এ সময় ম্যাক্সিটি সামনে এগিয়ে আবার থেমে যাত্রী তুলছিল। এ অবস্থায় মোটরসাইকেলের সঙ্গে ম্যাক্সির ধাক্কা লাগে। এ সময় পেছন থেকে পাথরভর্তি ঢাকাগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। এ ঘটনায় পুলিশ ট্রাকচালক শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে। তার বাড়ি সিরাজগঞ্জ সদরে। মানিকগঞ্জ ॥ ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া পল্লী বিদ্যুত অফিসের সামনে শনিবার দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কামরুল হাসান কবীর (৩৮) নামের স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলচালক খায়রুল আমিন রিপন। হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে মোটরসাইকেলযোগে দৌলতপুর উপজেলা থেকে শিবালয়ের উথলী ফিরছিলেন কামরুল হাসান কবীর ও খায়রুল আমিন রিপন। পথিমধ্যে টেপড়া পল্লী বিদ্যুত অফিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে পেছনে বসে থাকা শিক্ষক কামরুল হাসান ঘটনাস্থলেই নিহত হন। নিহত কামরুল হাসান ঘিওর উপজেলার সিংজুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঝিনাইদহ ॥ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আমির খাঁ (৫০) ও আমজাদ হোসেন (৫৫) নিহত ও চারজন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা ইটভাঁটির পাশে নসিমন ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছোট ঘিঘাটি গ্রামের লিটন হোসেন, জাহাঙ্গীর হোসেন, বসির উদ্দীন ও আবুল কালামকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
×