ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জমি না দেয়ায় হত্যা ॥ জামাই শাশুড়ি পলাতক

প্রকাশিত: ০৫:৫২, ১৩ নভেম্বর ২০১৬

জমি না দেয়ায় হত্যা ॥ জামাই শাশুড়ি পলাতক

নিজস্ব সংবাদাতা, পাবনা, ১২ নবেম্বর ॥ ছেলে-মেয়েকে সম্পত্তি লিখে না দেয়ায় এক হতভাগ্য পিতাকে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বোয়ালমারী গ্রামে। নিহতের নাম তোরাপ আলী (৬৫)। পুলিশ ও গ্রামবাসী জানিয়েছে তোরাপ আলীর ১০/১২ বিঘা জমি নিজেদের নামে লিখে দেয়ার জন্য তার ছেলে সাদ্দাম হোসেন ও মেয়ে সাবিনা ইয়াসমিন কিছুদিন ধরে চাপ দিচ্ছিল। তোরাপের স্ত্রী সোহাগী খাতুনও সন্তানদের পক্ষ নিয়ে স্বামীর বিরুদ্ধে অবস্থান নেন। শুক্রবার রাতে এর একটা সুরাহা করতে সাবিনার স্বামী মনিরুল ইসলামকেও ডেকে নিয়ে আসা হয়। তোরাপ আলী তার সম্পত্তি হস্তান্তর না করার সিদ্ধান্তে অটল থাকায় রাত ৯টার দিকে ছেলে, মেয়ে, স্ত্রী ও জামাই মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। প্রতিবেশীরা তোরাপ আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ নিহত তোরাপের ছেলে সাদ্দাম হোসেন ও মেয়ে সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করেছে। স্ত্রী সোহাগী ও জামাই মনিরুল ইসলাম পলাতক রয়েছে।
×