ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অগ্নিকাণ্ডে ৫৫ পরিবার নিঃস্ব

প্রকাশিত: ০৫:৫১, ১৩ নভেম্বর ২০১৬

অগ্নিকাণ্ডে ৫৫ পরিবার নিঃস্ব

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অগ্নিকা-ে পুড়ে ছাই হয়েছে ৫৫ পরিবারের ১৫০ বসতঘর। জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ধোপাডাঙ্গা বানিয়াপাড়া ঘনবসতিপূর্ণ সনাতন ধর্মের (হিন্দু) পল্লীতে শুক্রবার রাতের এই আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। নীলফামারীর দুইটি ও ডোমার উপজেলার একটিসহ তিনটি ফায়ার সার্ভিসের ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নিচে আহাজারিসহ মানবেতর জীবনযাপন করছে। শনিবার সকালে সরেজমিনে ঘটনাস্থলে গেলে দেখা যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বসতঘরের সিমেন্টের খুঁটিগুলো শুধু দাঁড়িয়ে আছে। নেই ঘরের অবকাঠামো। আগুনের লেলিহান শিখায় তারা সকলে নিঃস্ব হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারেনি তারা।
×