ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৮ কোটি টাকার প্রকল্প নিয়ে কারসাজি

প্রকাশিত: ০৫:৫১, ১৩ নভেম্বর ২০১৬

১৮ কোটি টাকার  প্রকল্প নিয়ে  কারসাজি

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ আপদকালীন পানি সংরক্ষণের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে সেচ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে ১৮ কোটি টাকার প্রকল্প নিয়ে অনিয়ম, কারচুপি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নাচোল ও আত্রাই অঞ্চলের খালে পানি সংরক্ষণের এই সব প্রকল্প বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) মাধ্যমে নির্মাণের জন্য কৃষি মন্ত্রণালয় অর্থ বরাদ্দ দিয়েছিল। কিন্তু টেন্ডার কারসাজির মাধ্যমে একটি কোম্পানি বা ফার্ম যাদের কোন অভিজ্ঞতা নেই তাদেরই ভুয়া অভিজ্ঞতা সনদের মাধ্যমে কাজ দেয়া হয়েছে। টেন্ডার প্রতিযোগিতায় অভিজ্ঞতা থাকার পরেও বঞ্চিত একাধিক প্রতিষ্ঠান গত ৭ নবেম্বর লিখিত অভিযোগ দায়ের করেছে কৃষি মন্ত্রণালয়ে। অভিযোগে বলা হয়েছে, প্রকল্পের প্রথম দফা দরপত্রে যে প্রতিষ্ঠানটি অযোগ্য বিবেচিত হয়েছিল তাকেই দ্বিতীয় দফার দরপত্রে বিবেচনায় এনে কাজ দেয়া হয়। দ্বিতীয় দফায় বেসরকারী প্রতিষ্ঠানটি অভিজ্ঞতার ভুয়া সনদপত্র জমা দিলে কোন যাচাই বাছাই ছাড়াই তাকেই কাজ দিয়ে দেয়া হয়। যে প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়েছে তাদের অভিজ্ঞতার সনদপত্র দিয়েছে জাতীয় ক্রীড়া সংস্থা। তবে ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নারায়ণ চন্দ্র দেবনাথ জানান, কোন প্রতিষ্ঠানকে এনএসসি থেকে অভিজ্ঞতা সনদ দেয়া হয়নি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ক্রীড়া পরিষদের কোন কাজ করেনি অতীতে। তারা জাল সনদ দিয়ে বিভ্রান্ত করেছে। বিষয়টি বরেন্দ্র ক্রীড়া পরিষদ জানায়, অভিজ্ঞতার কোন সনদ (এনএসসি) দেয়া হয়নি। তারপরেও কোন খুঁটির জোরে প্রতিষ্ঠানটি কাজ পেয়েছে তা নিয়ে চলছে গুঞ্জন।
×