ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেলফিতে সর্বনাশ পুরাকীর্তির

প্রকাশিত: ০৫:৪৫, ১৩ নভেম্বর ২০১৬

সেলফিতে সর্বনাশ পুরাকীর্তির

এক পর্যটক সেলফি তুলতে গিয়ে সর্বনাশ করেছেন তিন শ’ বছরের পুরনো অমূল্য মূর্তির। পর্তুগালের রাজধানী লিসবনে ন্যাশনাল মিউজিয়াম অব এ্যানসিয়েন্ট আর্টে রাখা ছিল এই মূর্তি। পর্যটকের ধাক্কায় পড়ে ভেঙ্গে যায় মূর্তিটি। জাদুঘরটির কর্মকর্তারা জানান, ফেরেশতা মিকাঈলের এই মূর্তিটি ১৭শ’ শতকের প্রথমদিককার সময়ের। এটি এতটাই ভেঙ্গে গেছে যে তা আর মেরামত করা সম্ভব নয়। পর্তুগালের সংস্কৃতি মন্ত্রণালয় বলছে, এই দুর্ঘটনা জাদুঘরের পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। জাদুঘর কর্মকর্তারা নিরাপত্তা ঘাটতির কথা স্বীকার করে নিয়েছেন। জাদুঘরে লোকবল বৃদ্ধির পরিকল্পনা হাতে রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয় বলে, এই দুর্ভাগ্য পুরাকীর্তি রক্ষায় দৃষ্টি আকর্ষণ করেছে। পর্তুগিজ কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত করছে এবং ওই পর্যটকের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করা হবে কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত নয়।- ইউপিআই
×