ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিষণ্নতায় লিঙ্গভেদে মস্তিষ্কে পরিবর্তন

প্রকাশিত: ০৫:৪৪, ১৩ নভেম্বর ২০১৬

বিষণ্নতায় লিঙ্গভেদে মস্তিষ্কে পরিবর্তন

বিষণ্নতা ছেলে ও মেয়েদের মস্তিষ্কে ভিন্নভাবে প্রভাব ফেলে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণা এ কথা বলছে। মস্তিষ্কের একটি অংশ ব্যথা-বেদনা, আবেগ ও সমানুভূতি সৃষ্টির কাজ করে। এই অংশকে বলে ইনস্যুলা। ট্রমায় ভোগা মেয়েদের এই ইনস্যুলা উল্লেখযোগ্যভাবে ছোট দেখা গেছে। কিন্তু ট্রমায় ভোগা ছেলেদের ইনস্যুলা স্বাভাবিকের চেয়ে বড়। গবেষকরা বলেছেন, এ থেকে বোঝা যায়, পোস্ট ট্রম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) ছেলেদের চেয়ে মেয়েদের হওয়ার সম্ভাবনা বেশি। তাদের গবেষণায় পাওয়া তথ্য মতে, কোন বিশেষ বিষণœ ও ভীতিকর ঘটনার পর ছেলে ও মেয়েরা বিপরীত লক্ষণ প্রকাশ করতে পারে এবং দুটি পক্ষকে ভিন্নভাবে চিকিৎসা করা উচিত। গবেষকরা তাদের গবেষণার জন্য ৯ থেকে ১৭ বছর বয়সীয় ৫৯ শিশুর মস্তিষ্ক স্ক্যান করেন। এতে দেখা যায়, ১৪ মেয়ে ও ১৬ ছেলের একটি গ্রুপ অন্তত একবার মারাত্মক বিষণœতা অথবা ট্রমায় ভুগেছিল। আর ১৫ মেয়ে ও ১৪ ছেলের একটি গ্রুপ কখনও এ দুটি সমস্যার মুখোমুখি হয়নি। ট্রমায় ভোগা ছেলে ও মেয়েদের গ্রুপের ক্ষেত্রে দেখা গেছে, ইনস্যুলার অংশ ইন্টেরিয়র সার্কুলার সুলকাসের আকার ও আয়তন যে ছেলে-মেয়ে ট্রমায় ভোগেনি তাদের তুলনায় পরিবর্তিত হয়েছে। গবেষকরা বলেন, তীব্র অথবা দীর্ঘমেয়াদি বিষণœতার কারণে ইনস্যুলা পরিবর্তিত হয়েছে এবং পিটিএসটি তৈরিতে প্রধান ভূমিকা রেখেছে। Ñবিবিসি
×