ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেলুচিস্তানে মাজারে বোমা বিস্ফোরণে নিহত ৪০

প্রকাশিত: ০৫:৪৩, ১৩ নভেম্বর ২০১৬

বেলুচিস্তানে মাজারে বোমা বিস্ফোরণে নিহত ৪০

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের বেলুচিস্তানে খুজদার এলাকায় শাহ নুরানি মাজারে শনিবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। খবর ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের। ভক্তরা সুফী বিখ্যাত এ মাজার প্রাঙ্গণে সমবেত হলে বিস্ফোরণের ঘটনা ঘটে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে তারা প্রত্যন্ত অঞ্চল ও দুর্বল যোগাযোগ অবকাঠামোর কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছতে কঠিন পরিস্থিতির মুখে পড়ে। পুলিশ সূত্র জানায়, এটি আত্মঘাতী হামলা। ১৪ বছর বয়সী এক ছেলে এ হামলা চালিয়েছে। তবে কেউই এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর শরফরাত আহমেদ বুগতি বলেন, ‘বিস্ফোরণে গুরুতর আহতদের করাচীতে পাঠানো হবে।’ দুর্ঘটনাস্থল থেকে করাচী ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত। বেলুচিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে করা এক প্রশ্নের জবাবে বুগতি বলেন, ‘প্রদেশের পক্ষ থেকে কোন নিরাপত্তা ঘাটতি থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ সারাদেশ থেকে বিপুলসংখ্যক ভক্ত শুক্রবার মাজারটিতে সমবেত হয়। ইরানী নাগরিকরাও এ মাজারে সমবেত হয়। সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী নিরীহ মানুষ হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শাহ নুরানি মাজারে বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন।
×