ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথম শ্রেণীতে ভর্তি

ভিকারুননিসায় অনলাইনে আবেদন শুরু, মঙ্গলবার থেকে আইডিয়ালে

প্রকাশিত: ০৫:৪৩, ১৩ নভেম্বর ২০১৬

 ভিকারুননিসায় অনলাইনে আবেদন শুরু, মঙ্গলবার থেকে আইডিয়ালে

স্টাফ রিপোর্টার ॥ ছাত্রীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল এ্যান্ড কলেজে শুরু হলো প্রথম শ্রেণীতে ভর্তির অনলাইনে আবেদন ফরম বিতরণ কার্যক্রম। শনিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২২ নবেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি সংক্রান্ত সকল নির্দেশনা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (িি.িাহংপ.বফঁ.নফ) পাওয়া যাচ্ছে। এদিকে আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আরেক নামী প্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে ভর্তি ফরম বিতরণ কার্যক্রম। এছাড়া ভর্তি কার্যক্রম শুরু হয়েছে রাজধানীর আরও বেশকিছু স্কুলে। এর আগে গত সপ্তাহে ঢাকা মহানগরীর বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে ৪০ শতাংশ ‘এলাকা কোটা’র বিধান রেখে নতুন ভর্তি নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালার আওতায় ঢাকা মহানগরী ছাড়াও দেশের সকল বেসরকারী স্কুল-কলেজে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থী ভর্তি করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নতুন নীতিমালায় বলা হয়েছে, ঢাকা মহানগরীর বেসরকারী স্কুলগুলোতে ভর্তির ক্ষেত্রে স্কুল সংলগ্ন ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে। অবশিষ্ট আসন সবার জন্য উন্মক্ত থাকবে। তবে একই শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তিতে এলাকা কোটা প্রযোজ্য হবে না। নীতিমালা অনুযায়ী, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান একই ক্যাচমেন্ট এলাকায় থাকলে শিক্ষার্থীরা উভয় প্রতিষ্ঠানেই ভর্তির আবেদন করতে পারবে। পরিচালনা পর্ষদের সহায়তা নিয়ে ঢাকা মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের স্কুলের ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণ করতে বলেছে মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, ক্যাচমেন্ট এলাকা নির্ধারণে একাধিক স্কুলের মধ্যে জটিলতা দেখা দিলে থানা/উপজেলা শিক্ষা কর্মকর্তা তার সমাধান করবেন। নীতিমালা অনুযায়ী প্রথম শ্রেণীতে অবশ্যই লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণীর শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে। আর নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করাতে হবে জেএসসি-জেডিসির ফলের ভিত্তিতে। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান পাওয়া না গেলে তাদের নাতি-নাতনীদের জন্য যোগ্যতা থাকা সাপেক্ষে পাঁচ শতাংশ কোটা রাখতে হবে। প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে দুই শতাংশ কোটা। লিল্লাহ বোর্ডিংয়ে অবস্থানরত সব শিশুকে মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়ন সাপেক্ষে ভর্তি করাতে হবে উল্লেখ করে নীতিমালায় বলা হয়েছে, যোগ্যতা থাকা সাপেক্ষে তাদের জন্য শূন্য আসনের এক শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার প্রতিষ্ঠানে দুই শতাংশ কোটা রাখা হয়েছে। কোন শিক্ষা প্রতিষ্ঠানে সহোদর/ সহোদরা বা যমজ ভাই/ বোন যদি আগে থেকেই অধ্যয়ন করে তাদের আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তিতে অগ্রাধিকার দিতে হবে। তবে এই সুবিধা কোন দম্পতির সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কোন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মচারী এবং এর পরিচালনা পর্ষদের সদস্যদের সন্তানদের ওই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ রাখা হলেও কোন কোটা পাবে না তারা। এদিকে নীতিমালার আলোকেই শুরু হয়েছে রাজধানীর প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম। রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল এ্যান্ড কলেজে শনিবার থেকে শুরু হয়েছে প্রথম শ্রেণীতে ভর্তির অনলাইনে আবেদন ফরম বিতরণ কার্যক্রম। ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ শেষে সাবমিট করতে হবে। বেইলি রোডের প্রধান শাখাসহ আজিমপুর, বসুন্ধরা এবং ধানম-ি শাখায়ও এবার ভর্তি নেয়া হবে। সরকারী নীতিমালা অনুসরণ করে এলাকা কোটা ঠিক করে দেয়া হয়েছে। মূল শাখায় ১৯ ও ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এলাকা কোটার সুবিধা পাবেন। ধানম-ি শাখায় সিটি কর্পোরেশনের ১৫, ১৬, ১৭ নম্বর ওয়ার্ড, বসুন্ধরায় ভাটারা থানা এবং আজিমপুর শাখায় ২৩, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এলাকা কোটার সুবিধা পাবেন। প্রতিষ্ঠানটিতে ভর্তি সংক্রান্ত সকল নির্দেশনা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল ছাত্রীর জন্ম ১ জানুয়ারি ২০১০ থেকে ৩১ ডিসেম্বর ২০১০ এর মধ্যে কেবল তারাই আবেদন করতে পারবে। ফরম জমা, সাক্ষাতকারের তারিখ পরে জানিয়ে দেয়া হবে। লটারি অনুষ্ঠানের তারিখও পরবর্তী সময়ে সকল শাখায় নোটিস বোর্ড ছাড়াও ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এদিকে আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে ভর্তি ফরম বিতরণ কার্যক্রম। শনিবার এক সভায় শেষে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. শাহান আরা বেগম জানিয়েছেন, ১৫ নবেম্বর মঙ্গলবার থেকে আবেদন ফরম বিতরণ শুরু হবে। চলবে ২৫ তারিখ পর্যন্ত। ২৭ তারিখ প্রথম শ্রেণীর ফরম জমা নেয়া হবে। এছাড়া অন্যান্য শ্রেণীর ফরম জমা নেয়া হবে পরীক্ষার দিন। যেদিন যে শ্রেণীর পরীক্ষা হবে সেদিন তাদের ফরম জমা দিতে হবে। অধ্যক্ষ বলেন, ভর্তির সকল তথ্য ওয়েবসাইটে (িি.িরফবধষংপযড়ড়ষধহফপড়ষষবমব.বফঁ.নফ) পাওয়া যাবে। প্রথম শ্রেণীর লটারি ও অন্যান্য শ্রেণীর ভর্তি পরীক্ষার সময়ও পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। এখানে আসন খালি থাকা সাপেক্ষে বিভিন্ন শ্রেণীতে ভর্তি করা হয়। ১০ নবেম্বর থেকে শুরু হয়েছে মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আবেদন ফরম বিতরণ কার্যক্রম। প্রথম শ্রেণীর আবেদন বিতরণ শেষ হবে ২২ নবেম্বর। অন্যান্য শ্রেণীতে ফরম বিতরণ শেষ হবে ১৩ ডিসেম্বর। বিস্তারিত তথ্য স্কুলের নোটিস বোর্ডে পাওয়া যাচ্ছে। এলাকা কোটা প্রমাণে এখানে ফরমের সঙ্গে গ্যাস, পানি, বিদ্যুত বিলের যে কোন একটি জমা দিতে হবে। সবার আগেই ভর্তির আবেদন ফরম বিতরণ ও জমা শুরু করেছে নামী প্রাইভেট প্রতিষ্ঠান ক্যাম্ব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজ, মাইস্টোন স্কুল এ্যান্ড কলেজ, ট্রাস্ট স্কুলসহ আরও বেশ কিছু স্কুলে। ক্যাম্ব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজে প্লে গ্রুপ থেকেই শিশুদের পড়ালেখার সুযোগ আছে। গত ১ নবেম্বর থেকেই শুরু হয়েছে ভর্তির আবেদন ফরম বিতরণ। প্রতিষ্ঠানটির লক্ষ্য আগামী ১ জানুয়ারি নতুন শিক্ষা বর্ষ শুরু করার। তার আগে ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে। তবে ষষ্ঠ ও নবম শ্রেণীর ভর্তি করা হবে সরকারী নির্দেশনা মেনে পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফলের ভিক্তিতে। ১ নবেম্বর থেকে ফরম বিতরণ শুরু করেছে মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজ। চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত। বনানী বিদ্যানিকেতনেও গত ৩ নবেম্বর থেকে ফরম বিতরণ শুরু হয়েছে। এদিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজে নার্সারি-কেজিসহ প্রাথমিক স্তরের ভর্তি ফরম আজ থেকে বিতরণ শুরু হবে। ১০ ডিসেম্বর পর্যন্ত প্রাক-প্রাথমিক স্তর ও প্রথম শ্রেণীর এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম ও অষ্টম শ্রেণীর ফরম ২০ ডিসেম্বর জমা দেয়া যাবে। বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (িি.িষিভংপ.বফঁ.নফ) পাওয়া যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুলে ১৫ নবেম্বর ফরম বিতরণ শুরু হবে। এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, অষ্টম ও নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া নার্সারি এবং কেজি স্তরেও ছাত্রী ভর্তি করা হবে। ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতি কার্যদিবসে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত অফিস থেকে ফরম সংগ্রহ করা যাবে।
×