ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিবিএস ভাইরাসে আক্রান্ত ইলিয়াছ আজমকে বাঁচাতে এগিয়ে আসুন

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:৩৭, ১৩ নভেম্বর ২০১৬

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ মোঃ ইলিয়াছ আজমের (৪৫) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জিবিএস ভাইরাসে অসুস্থ হয়ে তিনি এই মুহূর্তে ঢাকায় এ্যপোলো হাসপাতালের আইসিইউ বেডে চিকিৎসাধীন। তিনি উচ্চ শিক্ষিত, পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। তাঁর আকুতি-স্ত্রী, স্কুলপড়ুয়া ফুটফুটে দুই পুত্রসন্তান ও স্বজনদের মধ্যে বেঁচে থাকবেন। কিন্তু ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ যোগান দেয়া সম্ভব হচ্ছে না রোগীর পরিবারের পক্ষে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, এই রোগের চিকিৎসা জটিল, ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ। তবে সুচিকিৎসায় ৯০ ভাগ ক্ষেত্রেই সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। ইলিয়াছ আজম গত ২৩ অক্টোবর থেকে এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসায় এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১৭ লাখ টাকা। শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে ধারাবাহিক চিকিৎসা ব্যয় মেটাতে আরও ১৫ থেকে ২০ লাখ টাকা জরুরী প্রয়োজন। সাধারণ একটি মধ্যবিত্ত পরিবারের পক্ষে বিরাট চিকিৎসা ব্যয় মেটানো দুঃসাধ্য হয়ে পড়েছে। তাই আজমের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৮২২৬৬৭৪২৩। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে - নাছিমা আখতার সঞ্চয়ী হিসাব নং ০৩৪৩৪০০৬৯৭১, ব্যাংক এশিয়া, বহদ্দারহাট শাখা, চট্টগ্রাম। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×