ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মন্দায় স্বর্ণের বাজার

প্রকাশিত: ০৪:১৫, ১৩ নভেম্বর ২০১৬

মন্দায় স্বর্ণের বাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এমন আশায় মার্কিন ডলারে চাঙ্গাভাব বিরাজ করছে। এতেই মন্দার মুখে পড়েছে স্বর্ণের বাজার। ভবিষ্যত সরবরাহের চুক্তিতে মূল্যবান ধাতুটির দামে দেখা দিয়েছে নিম্নমুখী প্রবণতা। বৃহস্পতিবার স্বর্ণের দাম আগের দিনের চেয়ে কমেছে ১ দশমিক ২ শতাংশ। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর বিশ্বব্যাপী বাজার-অর্থনীতিতে সাময়িক অস্থিরতা দেখা দেয়। ব্লুমবার্গ স্পট ইনডেক্সের তথ্যমতে, গত বৃহস্পতিবার ১০টি মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়েছে দশমিক ৭ শতাংশ। গত জুনের পর ডলারের দামে এটিই সর্বোচ্চ উল্লম্ফন। ফলে ২০১৬ সালে ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর বিষয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশা কিছুটা স্থিমিত হয়ে আসে। আর এরই পরিপ্রেক্ষিতে স্বর্ণের বাজারে ব্যাপক চাঙ্গাভাব দেখা দেয়। ভবিষ্যত সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম প্রথমে ২৫ শতাংশ বাড়ে। নির্বাচনের রাতেই গত চার মাসের মধ্যে সবচেয়ে বেশি স্বর্ণ লেনদেন হয়েছে। শীর্ষ ধনী স্ট্রান ড্রাকেনমিলার তার মজুদের সব স্বর্ণ এদিন বিক্রি করে দেন।
×