ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে

গবেষণার আদর্শ পরিবেশ সৃষ্টিতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে ॥ ডাঃ কামরুল

প্রকাশিত: ০৪:১১, ১৩ নভেম্বর ২০১৬

গবেষণার আদর্শ পরিবেশ সৃষ্টিতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে ॥ ডাঃ কামরুল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চিকিৎসাসেবা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে আধুনিক ও উন্নতমানের গবেষণার সুন্দর ও আদর্শ পরিবেশ সৃষ্টি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে সকল শিক্ষকই সমানভাবে সম্মানিত। এখানে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ সাধনে বিশেষ করে গবেষণায় বিরাট অবদান রাখার বিষয়ে শিক্ষকদের কাজ করার সুযোগ রয়েছে। প্রশাসন গবেষণাকে গুরুত্ব দিয়েই অনেক শিক্ষক ও ছাত্রকে গবেষণার জন্য অনুদান দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শনিবার বিএসএমএমইউর এ ব্লকের ডেন্টাল ক্লাস রুমে দুপুর ১২টায় রিসার্চ মেথোডলজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপউপাচার্যের (গবেষণা ও উন্নয়ন) অধীন রিসার্চ প্রোমোশন এ্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন সেলের (আরএপিসি) উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ এএসএম জাকারিয়া (স্বপন), কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান। সভাপতিত্ব করেন উপউপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার। আরও বক্তব্য রাখেন ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডাঃ গাজী শামীম হাসান। প্রশিক্ষণ কর্মশালার বিস্তারিত তুলে ধরেন কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক গোলাম হাসান রাব্বানী। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও বিভাগীয় প্রতিনিধি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রিসার্চ মেথোডলজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা দেশের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবার মানকে যেমন উন্নত করবে তেমন দেশের চিকিৎসাশাস্ত্রের উন্নয়ন ও সমৃদ্ধিতে বিরাট অবদান রাখবে। রেসিডেন্সি প্রোগ্রাম এমডি, এমএস ফেজে ভর্তি পরীক্ষা সম্পন্ন ॥ বিএসএমএমইউর অধীনে মার্চ-২০১৭ শিক্ষাবর্ষের রেসিডেন্সি প্রোগ্রাম এমডি/এমএস ফেজে ভর্তি পরীক্ষা শুক্রবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বুয়েটের মেন ক্যাম্পাস, পশ্চিম পলাশী ক্যাম্পাস ও ইডেন মহিলা কলেজে এ ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। মেডিসিন, সার্জারি, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদ এবং ডেন্টাল অনুষদে এক হাজার ৫২ আসনের বিপরীতে ৯ হাজার ৫৮৮ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন। ভর্তি পরীক্ষার ফল শুক্রবার রাতেই প্রকাশ করা হয়। পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড এবং ওয়েবসাইটে (িি.িনংসসঁ.বফঁ.নফ) থেকে জানা যাবে। পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বিভিন্ন কক্ষে গিয়ে খোঁজখবর নেন। -বিজ্ঞপ্তি
×