ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুগল এ্যাসিস্টেন্ট যেখানে মধ্যমণি

প্রকাশিত: ০৬:১৮, ১২ নভেম্বর ২০১৬

গুগল এ্যাসিস্টেন্ট  যেখানে মধ্যমণি

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই ঘোষণা করেছেন যে বিশ্ববাসী মোবাইল প্রথম বিশ্ব থেকে এখন কৃত্রিম বুদ্ধির প্রথম বিশ্বে উত্তীর্ণ হতে চলেছে এবং এই বিবর্তনের ধারায় একেবারে পুরোভাগে স্থান নিতে যাচ্ছে গুগল। তবে সেই স্থান নিতে যাওয়ার জন্য গুগল মোবাইল ফোনে বিশেষত স্মার্টফোনে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করছে। টেক জগতের অন্যতম অধীশ্বর সম্প্রতি দুটো নতুন ফোন চালু করেছে। একটি ৫ ইঞ্চি পিক্সেল ও অন্যটি সাড়ে ৫ ইঞ্চি পিক্সেল এক্সএল। ফোন দুটোয় এমন ক্যামেরা যুক্ত যা স্মার্টফোন ক্যামেরার ক্ষেত্রে শীর্ষ রেটিং অর্জন করেছে। এতে সীমাহীন পরিমাণ অনলাইন ফটো সংরক্ষণের ব্যবস্থা আছে। আর আছে এমন এক ব্যাটারি যা মাত্র ১৫ মিনিট চার্জ করলে ৭ ঘণ্টার আয়ু লাভ করে। নতুন পিক্সেল ফোন দুটির ব্র্যান্ডিং হলো ‘ফোন বাই গুগল’ আগের ব্র্যান্ডিং ছিল পার্টনার। পিক্সেল ফোন দুটির হয় ৩২ জিবি নয়ত ১২৮ জিবি ধারণ ক্ষমতা থাকবে। এটা গুগলের নতুন ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট দি ডেড্রিম ভিউর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি তিন রঙে পাওয়া যাবে। ফোন দুটো এইচটিসি তৈরি করলেও গুগল এ্যাসিস্টেন্টকে ঘিরে এগুলোর ডিজাইনিং করার কৃতিত্ব গুগলের। বলাবাহুল্য এ্যাপলের যেমন সিরি, এ্যামাজনের যেমন এলেক্সা, মাইক্রোসফটের যেমন কর্টানা তেমনি গুগলের হচ্ছে গুগলের গুগল এ্যাসিস্টেন্ট। এটি একটি কৃত্রিম বুদ্ধিযুক্ত ডিভাইস, যার সঙ্গে কথোপকথন করা যাবে। ব্যবহারকারীরা মোটামুটি এই ধরনের প্রশ্ন করতে পারবে : ‘ওকে গুগল, হোয়াইট ডু আই হ্যাভ টু ডু টুডে?’ ফোনে তার উত্তর মিলবে। গুগলের নবনিযুক্ত হার্ডওয়্যার প্রধান রিক ওসটারলোহ বলেছেন যে পরবর্তী বিপ্লবটা ঘটবে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সংযোগস্থলে যার মাঝখানে থাকবে কৃত্রিম বুদ্ধি। গুগলের নতুন ফোন দুটি হয়ত সেই বিপ্লবেরই আগমনী বার্তা। সূত্র ॥ ওয়াশিংটন পোস্ট
×