ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২৫০ মে.ও. সৌরবিদ্যুত কেন্দ্র স্থাপনের প্রস্তাব মালয়েশিয়ার

প্রকাশিত: ০৬:০৩, ১২ নভেম্বর ২০১৬

২৫০ মে.ও. সৌরবিদ্যুত কেন্দ্র স্থাপনের প্রস্তাব মালয়েশিয়ার

স্টাফ রিপোর্টার ॥ মালয়েশিয়ার বিএনজি পাওয়ার বাংলাদেশে ২৫০ মেগাওয়াট সৌর বিদ্যুত কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রেরণ করা প্রস্তাবটি যাচাই-বাছাই করার জন্য বিদ্যুত বিভাগের কাছে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত বিদেশী কোম্পানির মধ্যে এই কোম্পানিটি এককভাবে সব থেকে বেশি সৌর বিদ্যুত উৎপাদনের প্রস্তাব জমা দিয়েছে। কোম্পানিটি বলেছে দেশের বেশ কিছু এলাকা এর মধ্যে তারা পরিদর্শন করেছে। যেখানে ৩০ থেকে ৫০ মেগাওয়াটের সৌর বিদ্যুত কেন্দ্র স্থাপন করা যাবে। এখানে দেশের কয়েকটি জায়গায় তারা ২৫০ মেগাওয়াট পর্যন্ত সৌর বিদ্যুত উৎপাদন করবে। সৌর বিদ্যুত উৎপাদনের সরকারী-বেসরকারী প্রকল্পগুলোর কাজ খুব একটা আগাচ্ছে না। এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের অসন্তোষ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন অন্য বিদ্যুত প্রকল্প যেভাবে আগাচ্ছে ঠিক একই গতিতে নবায়ন যোগ্য জ্বালানি থেকে বিদ্যুত উৎপাদন হচ্ছে না। বিএনজি পাওয়ার তাদের প্রস্তাবে বলছে তারা বিদ্যুত কেন্দ্রর জন্য জমি ক্রয় না করে লিজ নিতে চান। এতে প্রকল্প ব্যয় কম পড়বে। যাতে সরকার এবং বিএনজি পাওয়ার উভয়ই লাভবান হবে। তারা ২২ থেকে ২৫ বছর মেয়াদী চুক্তির কথা বলছে। কোম্পনিটি তাদের প্রস্তাবে হাইব্রিড প্রযুক্তি ব্যবহারের কথা বলছে। এখানে বলা হচ্ছে দেশের বিদ্যুত ব্যবহারের অন্তত ৪০ ভাগ সৌর বিদ্যুত থেকে আসতে পারে। আগামী দিনের বিদ্যুত উৎপাদনে সূর্যকে বেশি প্রাধান্য দেয়া হবে বলে উল্লেখ করা হয়। বিদ্যুত বিভাগের কর্মকর্তা জানান, ২৫০ মেগাওয়াট সৌর বিদ্যুত উৎপাদনের জন্য প্রায় তিন হাজার কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হয়। এর মধ্যে অন্তত ৬০০ কোটি টাকার মূলধনী বিনিয়োগ প্রয়োজন হয়। বাকিটা ঋণ নেয়া যায়। এক্ষেত্রে কোন কোম্পানি এককভাবে এত বড় প্রকল্প করতে সক্ষম কি না তা বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন আমরা যাচাই-বাছাই করছি কোম্পানিটির আর্থিক সক্ষমতা আছে কি না। বিদ্যুত বিভাগ সূত্র জানায় এর আগে চীন এবং কোরিয়াই সৌর বিদ্যুত উৎপাদনে বিনিয়োগের আগ্রহ দেখায়। মালয়েশিয়া প্রথম সৌর বিদ্যুত উৎপাদনের প্রস্তাব দিল। এর আগে মালয়েশিয়া দেশে কয়লা চালিত বিদ্যুত কেন্দ্র নির্মাণের প্রস্তাব নিয়ে আসে। মালয়েশিয়ার তেনেগা বারহেড নামের একটি সরকারী কোম্পানির সঙ্গে সরকার কয়লা বিদ্যুত কেন্দ্র নির্মাণের চুক্তি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের অধিকাংশ এলাকাই ঘনবসতিপূর্ণ। এখানে সৌর বিদ্যুত উৎপাদনের জন্য জমির সংস্থান করা সব থেকে কঠিন কাজ। এক মেগাওয়াটের একটি সৌর প্যানেল স্থাপনের জন্য সাড়ে তিন একর জমির প্রয়োজন হয়। এই হিসাবে ১০০ মেগাওয়াটের একটি সৌর পার্ক স্থাপনের জন্য জমি দরকার হয় সাড়ে তিনশ’ একর। এর ওপর সরকার কৃষি জমিতে সৌর পার্ক স্থাপনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে চাইলেই বড় সৌর পার্ক স্থাপন সহজ নয়। সেক্ষেত্রে ছোট ছোট আকারে সৌর বিদ্যুত পার্ক স্থাপনের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিএনজি পাওয়ারও তাদের প্রস্তাবিত বিদ্যুত প্রকল্পগুলো ৩০ থেকে ৫০ মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলছে।
×