ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে কিশোরীর রহস্যজনক মৃত্যু

সড়ক দুর্ঘটনায় নানি নাতনিসহ তিনজন নিহত

প্রকাশিত: ০৬:০২, ১২ নভেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় নানি নাতনিসহ তিনজন নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে সড়ক দুঘর্টনায় নানি-নাতনিসহ তিনজন নিহত হয়েছে। কাফরুলে এক কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এদিকে ভারতীয় এক বন্দীর মৃত্যু হয়েছে। এছাড়া সবুজবাগে অভিনব কায়দায় মোবাইল ফোনের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দু‘জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাাজধানীর তুরাগে বাসের ধাক্কায় নানি ও নাতনির মৃত্যু হযেছে। নিহতের হচ্ছেনÑ রিজিয়া বেগম (৬০) ও তার নাতনি ইতি মনি (৪)। এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। নিহত রিজিয়া বেগমের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার বুরিংগামারি এলাকায়। তারা টঙ্গী এলাকায় থাকতেন। তার নাতনি ইতি মনি কামারপাড়ার একটি মাদ্রাসায় পড়াশোনা করত। তুরাগ থানার এসআই মামুনুর রশিদ জানান, বৃহস্পতিবার রাতে কামারপাড়া প্রত্যাশা ব্রিজের রাস্তা পার হচ্ছিলেন রিজিয়া বেগম ও তার নাতনি ইতি মনি। এ সময় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু। মৃতদের স্বজনদের বরাত দিয়ে এসআই মামুনুর রশিদ জানান, শিশু ইতি মনি কামারপাড়ার একটি মাদ্রাসায় পড়াশোনা করত। ওই সময় নাতনিকে নিয়ে রিজিয়া বেগম মাদ্রাসায় যাচ্ছিলেন। মাদ্রাসায় যাওয়ার সয়ম কামারপাড়া ব্রিজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটে। সে দুর্ঘটনায় তাদের দুইজনেরই মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি জানান, শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে নানি ও নাতনির লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে একই সময় রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগে একটি যাত্রাবাহী বাসের ধাক্কায় মোঃ কাদির (৩০) নামে এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। এ সময় এক ভ্যানচালক আহত হয়েছে। নিহতের খালাত ভাই জসিম উদ্দিন জানান, কাদির যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় থাকতেন। তিনি জন্ম থেকে কিছুটা শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে রায়েরবাগ হাসেম রোড এলাকায় একটি ভ্যানে করে ইট নিয়ে যাচ্ছিলেন ভ্যানচালক। চালকের কষ্ট হওয়ায় ভাই কাদির সহযোগিতা করার জন্য ভ্যানটি ধাক্কা দিচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী একটি বাস পেছন থেকে তাদের ধাক্কা দিলে ভ্যানের চালক ও কাদির গুরুতর আহত হন। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টার দিকে কাদিরের মৃত্যু হয়। তবে প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবার সকালে ভ্যানচালক বাড়ি চলে যান। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, শুক্রবার বিকেলে কাদিরের মরদেহ ঢামেক মর্গে তার ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হয়। গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু ॥ রাজধানীর উত্তর কাফরুলের একটি বাসা থেকে মনিকা আক্তার (১৩) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম আঃ রশিদ চৌকিদার। গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায়। কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন হোসেন জানান, মৃত মনিকা উত্তর কাফরুলের ৬৭৮/৮ নম্বরের একটি বাসায় দীর্ঘদিন গৃহ পরিচালিকার কাজ করত। তিনি জানান, বৃহস্পতিবার রাতে ওই বাড়ির রান্নাঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো মনিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এসআই আল আমিন জানান, তার মৃত্যুর ঘটনা যথেষ্ট সন্দেহজনক হওয়ায় রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছিল। শুক্রবার সকালে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসআই আল আমিন জানান, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। তদন্ত চলছে। ভারতীয় বন্দীর মৃত্যু ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তারক মুখার্জি (৫৫) নামে এক ভারতীয় বন্দীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত তারকের বাবার নাম গিরুবাম মুখার্জি। তিনি পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার গাইডঘাটা থানার গরজালা গ্রামের বাসিন্দা। দুই প্রতারক গ্রেফতার ॥ অভিনব কায়দায় মোবাইল ফোনের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে আব্দুল কুদ্দুস রিপন (৩২) ও মোঃ বাচ্চু মিয়া (৬৮) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার পিবিআই মেট্রোর এ্যাডিশনাল এসপি মিনা মাহমুদা এ তথ্য জানান।
×