ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র নির্বাচনে টুইটারের রেকর্ড

প্রকাশিত: ০৫:৫৮, ১২ নভেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্র নির্বাচনে  টুইটারের রেকর্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের এই ঝড়ো হাওয়া বিশ্বের সব প্রান্তেই পৌঁছেছে। দেশটির এই নির্বাচন নতুন রেকর্ড গড়েছে মাইক্রোব্লগিং সাইটে। ২০১২ সালে নির্বাচনের দিন তিন কোটি ১০ লাখ টুইট হয়েছিল একদিনে। সেই রেকর্ড ভেঙ্গে নির্বাচনের দিন টুইট হয়েছে সাড়ে তিন কোটির বেশি। নির্বাচন উপলক্ষে টুইটের পাশাপাশি লাইভ ভিডিও স্ট্রিমিংও চালিয়েছে টুইটার। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন, বর্তমানে কী ঘটছে সেটা জানার সবচেয়ে ভাল প্ল্যাটফর্ম টুইটার। ফেসবুক জোর দেয় ব্যবহারকারীরা কী দেখতে পছন্দ করেন তার ওপর। অর্থাৎ ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী তার টাইমলাইন সাজায় ফেসবুক। টুইটারে ট্রাম্পের রয়েছে এক কোটি ৩১ লাখের বেশি ফলোয়ার। আর হিলারি ক্লিনটনের রয়েছে এক কোটি চার লাখ ফলোয়ার।-ইউএসটুডে
×