ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মদ নিষিদ্ধ বলে বেড়েছে রসগোল্লার বিক্রি !

প্রকাশিত: ০৫:৫২, ১২ নভেম্বর ২০১৬

মদ নিষিদ্ধ বলে বেড়েছে  রসগোল্লার বিক্রি !

ভারতের বিহার রাজ্যে মদ নিষিদ্ধ থাকায় জনগণ এর পরিবর্তে রসগোল্লা খাচ্ছেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সাত মাস আগে মদ নিষিদ্ধ ঘোষণা করা হয় রাজ্যটিতে। এর সুফল সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এক চেতনা সভায় রসগোল্লার বিক্রি বেড়ে যাওয়ার এই দাবি করেন নীতীশ। মদ নিষিদ্ধ হওয়ার পর ১৬ ভাগ বেড়েছে রসগোল্লার বিক্রি। শুধু রসগোল্লাই নয়, বিক্রি বেড়েছে পেড়া, পনির এবং খোয়ারও। বিহারবাসী এখন তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখছেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে দুধের বিক্রিও বেড়েছে ১১ ভাগ। এছাড়া অপরাধের মাত্রাও কমেছে বলে জানান তিনি। আগামী পাঁচ বছরে বিহারের উন্নয়নে সাত দফা কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। এর মধ্যে উল্লেখযোগ্য বিশুদ্ধ পানি, শৌচাগার, সড়ক ও বিদ্যুততের উন্নয়ন। Ñইন্ডিয়া টাইমস
×