ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুখ্যাত যুদ্ধাপরাধী

মোনায়েম খানের বাড়ির সামনে ৯ সংগঠনের মানববন্ধন আজ

প্রকাশিত: ০৫:৫২, ১২ নভেম্বর ২০১৬

 মোনায়েম খানের বাড়ির সামনে ৯ সংগঠনের মানববন্ধন আজ

অবৈধ জমি দখলকারী চিহ্নিত যুদ্ধাপরাধী কুখ্যাত মোনায়েম খানের বাড়ির সামনে যুদ্ধাপরাধীদের যাবতীয় সম্পদ বাজেয়াফত করে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে ব্যয় করার দাবিতে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’, ‘মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্র’, ‘সেক্টর কমান্ডার্স ফোরাম’, ‘বাংলাদেশ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সমিতি’, ‘প্রজন্ম ৭১’, ‘জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা’, ‘যুদ্ধাপরাধ গণবিচার মঞ্চ’, ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’ ও ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’সহ মোট ৯টি সংগঠন আজ শনিবার ১২ নবেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বনানীতে মানববন্ধন কর্মসূচী পালন করবে। মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং বরেণ্য মুক্তিযোদ্ধারা ও বিশিষ্ট নাগরিকরা এই কর্মসূচীতে অংশ নেবেন। মুক্তিযুদ্ধে ‘এস’ ফোর্সের অধিনায়ক ও প্রাক্তন সেনাপ্রধান মেজর জেনারেল (অব) কে এম শফিউল্লাহ বীরউত্তম, মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টরের অধিনায়ক কর্নেল (অব) আবু ওসমান চৌধুরী, ক্যাপ্টেন আকরাম আহমেদ বীরউত্তম, ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ বীরউত্তম, প্রকৌশলী শাহজাহান সিদ্দিকী বীরবিক্রম, মোজাম্মেল হক বীরপ্রতীক, শাহজাহান কবির বীরপ্রতীক, ক্যাপ্টেন আলমগীর সাত্তার বীরপ্রতীক, এ ডব্লিউ চৌধুরী বীরউত্তম, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, সাংবাদিক আবেদ খান, ডাঃ সারওয়ার আলী, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, সমাজকর্মী আরমা দত্ত, কলামিস্ট সৈয়দ মাহবুবুর রশিদ ও মেজর জেনারেল মোহাম্মদ আবদুর রশীদ (অব) প্রমুখ উক্ত কর্মসূচীতে অংশ নেবেন। এছাড়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এই মানববন্ধন কর্মসূচীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন। Ñবিজ্ঞপ্তি
×