ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মীরসরাই-রামগড় সড়কে ঝুঁকিপূর্ণ ১০ ব্রিজ

প্রকাশিত: ০৪:৩০, ১২ নভেম্বর ২০১৬

মীরসরাই-রামগড় সড়কে ঝুঁকিপূর্ণ ১০ ব্রিজ

সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১১ নবেম্বর ॥ ঢাকা-চট্টগ্রাম পুরনো মহাসড়কের বারইয়ারহাট হতে করেরহাট ও রামগড় অংশে ১০টি বেইলি ব্রিজ ও সরু ব্রিজ ঝুঁকিপূর্ণ। পাহাড়ী এলাকায় ঝুঁকিপূর্ণ এসব বেইলি ব্রিজে চলাচলে যে কোন মুহূর্তে অতীতের মতো ঘটে যেতে পারে দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ এসব ব্রিজ সংস্কার অথবা পুনর্নির্মাণে এগিয়ে আসছে না সড়ক ও জনপথ। সরজমিনে দেখা যায়, করেরহাট থেকে রামগড় পর্যন্ত ১০টি বেইলি ব্রিজ ও সরু ব্রিজের সংস্কার না হওয়ায় লোহার রেলিং জং ধরে নষ্ট হয়ে গেছে, খসে পড়ছে পলেস্তারা, খানাখন্দের সৃষ্টি হয়েছে ব্রিজের মাঝামাঝি। করেরহাটে ২টি, বালুটিলায় ২টি, তুলাতলীতে ১টি, ভাঙ্গা টাওয়ারে ১টি, কয়লা বাজারে ১টি ও বাগান বাজারে ১টি বেইলি ব্রিজ ছাড়াও অর্ধশত বছর আগে নির্মিত ২০টি সরু ব্রিজের অবস্থাও একই রকম। করেরহাট বাজারের পরের অংশ যানবাহন কম হলেও বারইয়ারহাট করেরহাট অংশে ছাগলনাইয়াসহ কয়েকটি রুটের সংযোগস্থল বলে যানবাহন নিয়মিত লাইন ধরে থাকে। এই অংশের ঝুঁকিপূর্ণ ২টি ব্রিজে কয়েকবার দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটে।
×