ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এমপি বদির মুক্তি দাবিতে

শিক্ষার্থীদের রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছে

প্রকাশিত: ০৪:৩০, ১২ নভেম্বর ২০১৬

শিক্ষার্থীদের রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ দুর্নীতির দায়ে তিন বছরের কারাদ-ে দ-িত উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদির মুক্তির দাবিতে পড়া-লেখা বাদ রেখে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঠে নামাচ্ছে স্বার্থান্বেষী মহল। যারা বদি এমপির বদৌলতে ইতোপূর্বে অনৈতিক সুবিধা আদায় করেছে, তার অবর্তমানে ফায়দা হাসিলকারী ওই চক্রের ঘুম হারাম হয়ে গেছে। তারা রোহিঙ্গাসহ নারীদেরও মাঠে নামিয়ে মানববন্ধনের নামে ফটোসেশন করে প্রচার চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার ক্লাস বাদ রেখে উখিয়া কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীরা ঘণ্টাব্যাপী কলেজ গেটের সামনে এমপি বদির মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। এদিকে ছাত্রীদের ঘণ্টাব্যাপী প্রধান সড়কে রোদে দাঁড় করিয়ে রাখাটা অনেকে শিক্ষানীতির নিয়ম বহির্ভূত কাজ বলে মন্তব্য করেছে। একইভাবে উখিয়া-টেকনাফের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঠে নামিয়ে এমপি আবদুর রহমান বদির মুক্তির দাবির নামে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মানববন্ধন পালন শেষে ওইদিন আর পাঠদান কার্যক্রম চলে না বলে জানা গেছে। উখিয়া কলেজের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এম ফজলুল করিম, উপাধ্যক্ষ আব্দুল হক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফরিদুল আলম চৌধুরী, মানববন্ধন কর্মসূচীর সমন্বয়ক ও অর্থনীতির প্রভাষক জালাল আহম্মদ।
×