ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২৯, ১২ নভেম্বর ২০১৬

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে  মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ মন্দির ভাংচুর ও বাড়িঘরে হামলা অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় নেতারা হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সিলেট ॥ নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, ধর্মীয় উপাসনালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, সিলেট। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলার সভাপতি এ্যাডভোকেট মিলন ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুজিত দাশের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগরের সভাপতি এ্যাডভোকেট সুনিল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গঙ্গেশ চন্দ্র দাশ, জেলার সাধারণ সম্পাদক অতীন্দ্র দেব, সহ-সভাপতি দুলাল সরকার, নৃপেন্দ্র কুমার দাস, মহানগর শাখার সহ-সভাপতি লিটন রায়, জেলার সাংস্কৃতিক সম্পাদক বিমল চন্দ্র, সহ-সম্পাদক পান্না লাল ধর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শান্ত কুমার কর, সদস্য ধ্রুবজ্যোতি দে, মহাজোটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দিপংকর পাল রনী, ছাত্র মহাজোটের সভাপতি রুপন দে, সাধারণ সম্পাদক অনু দে, সরকারী কলেজ ছাত্র মহাজোটের আহ্বায়ক তনয় বণিক। গাজীপুর ॥ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর জুলুম, অত্যাচার নির্যাতন, প্রতিমা ভাংচুর, ঘরবাড়ি জ্বালাও-পোড়াও এবং সাম্প্রতিক নাছিরনগরে সনাতন হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মানবন্ধন কর্মসূচী পালন করা হয়। সংগঠনের গাজীপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গাজীপুর মহানগর শাখার সভাপতি রঞ্জন গোস্বামী। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রঘুনাথ সরকার, সংগঠনের জেলা শাখার উপদেষ্টা নারায়ণ চন্দ্র দেবনাথ, সহসভাপতি মেঘলাল সরকার, সাংগঠনিক সম্পাদক অজিত কুমার দে, ২০নং ওয়ার্ডের সভাপতি হরিলাল বর্মণ প্রমুখ। টাঙ্গাইল ॥ হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের নগরজলফৈ এলাকায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট টাঙ্গাইল জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের সদস্যরা অংশ নেন। একই দাবিতে শুক্রবার সকালে ঘাটাইল উপজেলা চত্বরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও জাতীয় হিন্দু যুব-ছাত্র মহাজোট ঘাটাইল উপজেলা শাখা আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি বিপুল চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদ বিভাষ চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি কৃষ্ণ চন্দ্র সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক পঙ্কজ চন্দ্র আর্য, সাধারণ সদস্য দিপক চন্দ্র রায়, জাতীয় যুব ছাত্র মহাজোটের উপজেলা শাখার সভাপতি সঞ্চয় চক্রবর্তী বেণু, সাধারণ সম্পাদক রাজন চন্দ্র বসু, যুগ্ম সাধারণ সম্পাদক দিপ্ত চন্দ্র সেন প্রমুখ।
×