ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিসি টিভি বন্ধ ॥ যশোর হাসপাতালে হ-য-ব-র-ল

প্রকাশিত: ০৪:২৮, ১২ নভেম্বর ২০১৬

সিসি টিভি বন্ধ ॥ যশোর হাসপাতালে হ-য-ব-র-ল

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দালালের দৌরাত্ম্য কমানো, কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও অফিস ফাঁকি প্রতিরোধে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে লাগানো ১০টি সিসি ক্যামেরা এখন আর ব্যবহার করা হচ্ছে না। তত্ত্বাবধায়কের রুম থেকে সিসি টিভি ‘বন্ধ’ করে রাখায় ওই ক্যামেরাগুলো এখন লোক দেখানো ছাড়া কোন কাজে আসছে না। ফলে আগের মতোই হ-য-ব-র-ল পরিবেশ সৃষ্টি হয়েছে হাসপাতালে। জানা গেছে, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগের অনিয়ম-দুর্নীতি দীর্ঘদিনের। এছাড়া চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা নিত্যনৈমিত্তিক ব্যাপার। এ অবস্থায় ২০১৩ সালের ২ আগস্ট হাসপাতালে যোগদান করেন সাবেক তত্ত্বাবধায়ক মুক্তিযোদ্ধা ডাঃ ইয়াকুব আলী মোল্লা। তিনি পুরো বিষয়টি অবগত হয়ে অবস্থার পরিবর্তন করতে বেশকিছু উদ্যোগ নেন। এর মধ্যে সিসি ক্যামেরা স্থাপন অন্যতম। তিনি নিজ উদ্যোগে দুই লাখ টাকা ব্যয়ে হাসপাতালের জরুরী বিভাগ, বহিঃবিভাগ, অস্ত্রোপচার কক্ষ, প্যাথলজি বিভাগ, ব্লাড ব্যাংক, রান্না ঘর, প্রধান গেটসহ গুরুত্বপূর্ণ ১০টি স্থানে ক্যামেরা স্থাপন করেন। এর ফলে ২০১৪ সালের ৬ জুন থেকে তিনি নিজরুমে বসে হাসপাতালের সার্বিক চিত্র দেখে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেন। এতে হাসপাতালে সেবার মান বৃদ্ধি, দালালের দৌরাত্ম্য কমে আসে। ডাক্তার, নার্সরা দায়িত্ব পালনেও বাধ্য হন। পরে ২০১৫ সালের ১৫ জানুয়ারি ডাঃ ইয়াকুব আলী মোল্লা অবসরে গেলে সিসি ক্যামেরা বন্ধ করতে নানা অপতৎপরতা শুরু হয়। পরে তা বন্ধও হয়ে যায়। এ ব্যাপারে হাসপাতালের উপ-পরিচালক শ্যামল কৃষ্ণ সাহার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাসপাতালের সিসি ক্যামেরা ভাল আছে। তবে সিসি টিভি বন্ধ করে রাখা হয়। কি কারণে বন্ধ রাখা হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি।
×