ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৮, ১২ নভেম্বর ২০১৬

টুকরো খবর

দুই এনজিও কর্মকর্তা আটক নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১১ নবেম্বর ॥ শুক্রবার ধামইরহাটে ‘এ্যাসোপ’ নামে এনজিও অফিসের ভেতরে অসামাজিক কর্মকা-ে লিপ্ত থাকা অবস্থায় ওই এনজিওর লোন অফিসার সোহেল রানা ও মাঠকর্মী শাকিলা পারভীনকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এনজিওর ভেতরে অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছে। এনজিও কর্মকর্তাদের উদাসীনতার কারণে এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের। স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় অফিস ম্যানেজার তারিকুল ইসলাম নিজ বাসায় থাকার সুবাদে অফিস ফাঁকা পেয়ে এ্যাসোপ এনজিও অফিসের লোন অফিসার সোহেল রানা (২৫) একই অফিসের মাঠকর্মী শাকিলা পারভীনকে মোবাইল ফোনে ডেকে নেয়। পরে অফিসের দরজা-জানালা বন্ধ করে তারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। এ সময় এলাকাবাসী তাদের হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। মাদক বিক্রেতার হামলায় দারোগা আহত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মাদকদ্রব্য উদ্ধারে গিয়ে বিক্রেতার হামলায় আহত হয়েছেন আমর্ড পুলিশের (এপিবিএন) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুব হোসেন। গুরুতর আহত হয়েও ওই দারোগা ইয়াবা ও ফেনসিডিলসহ মাদক বিক্রেতা টুটুল সরদারকে আটক করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে। আহত এএসআই মাহবুব হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এএসপি আসাদুজ্জামান, পরিদর্শক আলী আহম্মেদ ও সফিকুল ইসলামের নেতৃত্বে তাদের একটি দল কটকস্থল এলাকায় অভিযান পরিচালনা করেন। এই সময় তিনি (মাহবুব) মাদক বিক্রেতা টুটুলকে ঝাপটে ধরেন। এক পর্যায়ে টুটুল তাকে মারধর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আহত অবস্থায় তাকে ধরে রাখার পর দ্রুত অভিযানিক দলের সদস্যরা এগিয়ে এসে টুটুলকে আটক করে তার কাছ থেকে সাত বোতল ফেনসিডিল ও ১৯ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। চার মাদক বিক্রেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১১ নবেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীর্ষ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার পাড়াগাঁও বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকার রাসেল, রফিক, সাত্তার ও কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকার বাবু (২৫)। ১০ লাখ টাকার হেরোইনসহ নারী আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়া উপজেলার বানেশ্বরের একটি বাড়ি তল্লাশি করে ১০ লাখ টাকার হেরোইনসহ ফিরোজা বেগমকে আটক করেছে পুলিশ। ফিরোজা বেগম উপজেলার বানেশ্বর পূর্বপাড়া গ্রামের বাবলুর স্ত্রী। পুঠিয়া থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী ফিরোজা বেগমের বাড়ি তল্লাশি করে ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ সময় ফিরোজাকেও আটক করা হয়। কঠিন চীবর দানোৎসব সমাপ্ত নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১১ নবেম্বর ॥ দায়ক-দায়িকাদের প্রস্তুত করা চীবর ধর্মীয় গুরুদের হাতে তুলে দেয়ার মধ্য দিয়ে শুক্রবার বিকেলে রাজবন বিহারে সমাপ্ত হয়েছে পার্বত্য জেলার বৌদ্ধধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান। চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় দায়ক-দায়িকাদের পক্ষ থেকে বৌদ্ধ ধর্মীয় গুরু বনভন্তের শীর্ষ রাজবন বিহারের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবিরের হাতে এ চীবর তুলে দেন। চীবর প্রদান অনুষ্ঠানের সমাপনী দিনে শুক্রবার রাঙ্গামাটির রাজবন বিহার পরিণত হয় জনসমুদ্রে। তিন পার্বত্য জেলাসহ দেশের অন্যান্য জেলা হতে বৌদ্ধধর্মাবলম্বী বিপুলসংখ্যক লোকজন এদিন জড়ো হয় বিহার প্রাঙ্গণে। বৌদ্ধধর্মাবলম্বী লোকজনের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী লোকজনেরও সমাগম ঘটে এদিন। ফলে কঠিন চীবর দানানুষ্ঠানের এ ধর্মীয় অনুষ্ঠান পরিণত হয় সার্বজনীন অনুষ্ঠানে। গৃহবধূর রগ কাটা লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ কানিজ ফাতেমা আশা (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে লবণচরা থানা পুলিশ। মুখে টেপ লাগানো, দুই হাতের রগ কাটা ও ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া দ্বিতীয় গলির ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। জানা গেছে, আশা নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করত। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় সে গত কয়েক মাস ধরে ওই বাড়িতে ভাড়া ছিল। বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জেলার রূপসা উপজেলার কাজদিয়া গ্রামে তার বাড়ি। কলাপাড়া নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, সংখ্যালঘু গৃহবধূ মুক্তা রানীর (৩০) ঝুলন্ত মৃতদেহ পুলিশ আমগাছ থেকে উদ্ধার করেছে। মহিপুর থানা পুলিশ শুক্রবার দুপুরে লক্ষ্মীর বাজার সংলগ্ন তুলাতলী গ্রামে বাড়ির সামনের আম গাছ থেকে মুক্তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মুক্তা রানী কাকড়া ব্যবসায়ী দুলাল মিত্রের স্ত্রী। চারাগাছ বিতরণ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা শেখ ইসহাক-মান্নান ট্রাস্টের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও চারাগাছ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি-ন্যাপের (ভাসানি) যশোর জেলার সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা এসএমএ মান্নান মিন্টুর প্রয়াণ দিবসে শহরতলীর শেখহাটি শেখ সফিয়ার রহমান মডেল একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পশুপতি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারী এমএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আফসার আলী। বিশেষ অতিথি ছিলেন সমাজ-সংস্কৃতিকর্মী মোস্তাফিজুর রহমান কাবুল। আইনী সহায়তা প্রদানে সভা স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ‘বিকল্প বিরোধ নিষ্পত্তিতে লিগ্যাল এইড অফিসের কার্যক্রম’ বিষয়ক সেমিনার ও মতবিনিময় সভা শুক্রবার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ায় শেখ ফজিলাতুনেচ্ছা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক (সিনিয়র জেলা জজ) মালিক আব্দুল্লাহ্ আল-আমিন। কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ ও লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এইচএম ইলিয়াস হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অম্লান কুসুম জিষ্ণ প্রমুখ।
×