ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় ডায়রিয়ার প্রকোপ ॥ এক সপ্তাহে আক্রান্ত দু’শতাধিক

প্রকাশিত: ০৪:২৭, ১২ নভেম্বর ২০১৬

মাগুরায় ডায়রিয়ার প্রকোপ ॥ এক  সপ্তাহে আক্রান্ত  দু’শতাধিক

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১১ নবেম্বর ॥ মাগুরায় শিশুদের মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে দু’শতাধিক শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। শুক্রবার পর্যন্ত সদর আধুনিক হাসপাতালে ভর্তি রয়েছে ৮০ শিশু। জানা গেছে, গত এক সপ্তাহ ধরে মাগুরায় শীত পড়েছে। আবহাওয়া পরিবর্তনের ফলে ১ থেকে ৩ বছর বয়সী শিশুরা এই রোগে ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে। অভিভাবকরা তাদের অসুস্থ শিশুদের নিয়ে হাসপাতালে যাচ্ছেন। জেলা শহরের ১০০ বেডের সদর আধুনিক হাসপাতালে শিশু ওয়ার্ডে মাত্র ১০টি বেড রয়েছে। সেখানে শিশু ভর্তি রয়েছে ৮০টি। শিশুদের নিয়ে অভিভাবকরা মেঝেতে ও বারান্দায় থাকছেন।
×