ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় মুমূর্ষু দুই জেলে

প্রকাশিত: ০৪:২৬, ১২ নভেম্বর ২০১৬

কলাপাড়ায় মুমূর্ষু দুই জেলে

নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, গভীর বঙ্গোপসাগরে পাঁচদিন ভেসে থাকা দুই জেলেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের বৃহস্পতিবার রাতে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন নোয়াখালীর সুবর্নচরের নিজাম উদ্দিন ও লক্ষ্মীপুর রামগতির সেবা গ্রামের কামাল। নৌবাহিনী জাহাজ করতোয়ার পেটি অফিসার মতিউর রহমানের বরাত দিয়ে কলাপাড়া হাসপাতালের চিকিৎসক রেফায়েত উল্লাহ জানান, বাণিজ্যিক জাহাজ মার্সেন্ট শীপ সাগরে ভাসমান এ দুই জেলেকে বুধবার রাত সাড়ে এগারটায় উদ্ধার করে। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগের শুক্রবার বিকেলে ১৬ জেলে নিয়ে গভীর সাগরে চট্টগ্রামের আশাদুল্লাহর ট্রলার এফবি খাজা গরীবে নেওয়াজ ডুবে যায়। নিজাম ও কামালসহ ৬ জেলে বয়া ধরে ভাসতে থাকে। এর মধ্যে ক্ষুধা খাবার পানির তৃষ্ণায় চারজন সাগরে ডুবে মারা যায়। বাকি ১০ জেলের খবর এরা নিশ্চিত করে কিছুই জানাতে পারেনি।
×