ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাগরে নিখোঁজ ২৭ জেলে ৮ দিন পর উদ্ধার

প্রকাশিত: ০৪:২৫, ১২ নভেম্বর ২০১৬

সাগরে নিখোঁজ ২৭  জেলে ৮ দিন পর উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১১ নবেম্বর ॥ সাগরে নিখোঁজ বরগুনার ও তালতলীর মাছ ধরা দুটি ট্রলার ও ২৭ জেলে ৮ দিন পরে বৃহস্পতিবার রাতে উদ্ধার হয়েছে। জানা গেছে, তালতলী উপজেলার সকিনার এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরা ট্রলার ১৩ জেলেসহ গত বুধবার রাতে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় নাডার কবলে পড়ে নিখোঁজ হয়। ট্রলারের মাঝি আবদুল হাই জানান, ঘূর্ণিঝড়ের কারণে সাগরে প্রচ- তুফান হয়। ওই তুফানে ট্রলারের পাঙ্খা (পাতা) সাগরে পড়ে যায়। এতে ট্রলারটি ভাসতে ভাসতে সাগরের ভারতীয় সীমান্তবর্তী স্থানে পৌঁছে যাই। এ সময় বরগুনার ড্যামা পুলিশখালীর মা-বাবার দোয়া নামের মেশিন বিকল অপর একটি ট্রলারও সাগরে ভাসতে দেখি। পরে আমরা দু’ট্রলার একাত্র হই। আমার ট্রলারে (মায়ের দোয়া) ওই ট্রলারের পাঙ্খা লাগিয়ে তিন দিন পরে বৃহস্পতিবার সন্ধ্যায় সকিনা ঘাটে পৌঁছি। তিনি আরও জানান, বরগুনা মা-বাবার দোয়া ট্রলারটিতে ১৪ জেলে ছিল। তারাও তাদের গ্রামের বাড়িতে ফিরে গেছে। মায়ের দোয়া ট্রলারের মালিক আয়নাল জানান, দুটি ট্রলার উদ্ধার হয়েছে।
×