ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৬ পরীক্ষার্থীকে পিটিয়ে আহতের ঘটনায় মামলা

প্রকাশিত: ০৪:২৫, ১২ নভেম্বর ২০১৬

১৬ পরীক্ষার্থীকে পিটিয়ে আহতের ঘটনায় মামলা

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১১ নবেম্বর ॥ যৌন হয়রানির প্রতিবাদ করায় সদর উপজেলার বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ১৬ জন জেএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনায় শুক্রবার সকালে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া বাদী হয়ে ঘটনার মূল নায়ক একই উপজেলার মনখোলা গ্রামের সালাম দেওয়ানের বখাটে পুত্র শামিম দেওয়ান এবং তার বন্ধু আমির হোসেন ও আবুল হোসেনসহ ৪ জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আংগারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে তুলাসার ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামে হামলার শিকার হয় ওই শিক্ষার্থীরা। বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদাউসকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে বিদ্যালয়ের পাশের মনখোলা গ্রামের সালাম দেওয়ানের বখাটে ছেলে শামীম দেওয়ান। জেএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌসির বাড়ি সদর উপজেলার দড়িহালা গ্রামে। গত এক সপ্তহ যাবত পরীক্ষা কেন্দ্রে আসার পথে শামিম দেওয়ান তাকে উত্ত্যক্ত করত।
×