ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে চন্দ্রাবতী গীতি নৃত্যনাট্যোৎসব

প্রকাশিত: ০৪:১৪, ১২ নভেম্বর ২০১৬

কিশোরগঞ্জে চন্দ্রাবতী গীতি নৃত্যনাট্যোৎসব

মাজহার মান্না, কিশোরগঞ্জ ॥ ‘তোমার আমার নীরবতা-জঙ্গীবাদ ও সহিংসতা’-এ স্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জে ১৬টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে তিন দিনব্যাপী চন্দ্রাবতী গীতি নৃত্যনাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে সোমবার এ উৎসবের উদ্বোধন করেন নন্দিত নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। কিশোরগঞ্জ থিয়েটার ফোরামের সভাপতি ম. ম. জুয়েলের সভাপতিত্বে তিন দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহমুদ পারভেজ, ইউএনও আব্দুল্লাহ আল মাসউদ, ভাইস চেয়ারম্যান কামরুন নাহার লুনা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য ঝুনা চৌধুরী, সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, সম্পাদক অনুষ্ঠান কামরুন নূর চৌধুরী, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, ব্যবসায়ী-সমাজসেবক বাদল রহমান, ওসমান গনি, শেখ ফরিদ আহম্মেদ, মাসুদুল হাসান, নৃত্যশিল্পী উস্তাদ নারায়ণ দেব, নারী নেত্রী বিলকিস বেগম, থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক মীর আশরাফুল হক চঞ্চল, সংস্কৃতিকর্মী আবদুল ওয়াহাব, হারুন আল রশিদ প্রমুখ। উৎসবের প্রথম দিন মানস করের নির্দেশনায় ও একতা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় গীতি নৃত্যনাট্য ‘সোনাই মাধব’, দ্বিতীয় দিন জিয়াউল হক সোহাগের নির্দেশনায় ও শিকড় নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় ‘কাজলরেখা’ এবং শেষদিন বুধবার সন্ধ্যায় নাজমুল করিম রুয়েলের নির্দেশনায় ও ঈশা খাঁ সাংস্কৃতিক পরিবারের ‘চন্দ্রাবতী’ প্রদর্শিত হয়।
×