ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাভারে ‘বন্দুকযুদ্ধ’ ও ‘গাধার হাট’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৪:১৩, ১২ নভেম্বর ২০১৬

সাভারে ‘বন্দুকযুদ্ধ’ ও ‘গাধার হাট’ মঞ্চস্থ

নিজস্ব সংবাদদাতা, সাভার,॥ সাভার গণ বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খানের নির্দেশনায় ‘বন্দুকযুদ্ধ’ ও ‘গাধার হাট’ নাটক মঞ্চস্থ হয়েছে। বৃহস্পতিবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে নাটক দু’টি মঞ্চায়িত হয়। ‘বন্দুকযুদ্ধ’-অন্ধকার সময় আর বিশ্বাসঘাতকতার নাটক। চেয়ারম্যান যেমন ক্ষমতার প্রতীক তেমনি চৌকিদার ক্ষমতা রক্ষার হাতিয়ার। ক্ষমতার প্রতাপ ধরে রাখতে তার দরকার হয় হায়নাকে- যে ‘হায়না’ সুস্থ জগত থেকে পা বাড়িয়েছে অন্ধকার জগতে। পুলিশ যখন হায়নাকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে, তখন হায়নাকে চৌকিদারের সহায়তায় বন্দুকযুদ্ধে মেরে ফেলার ষড়যন্ত্র করে চেয়ারম্যান। এমনই এক ঘটনা নিয়ে রচিত হয়েছে এ নাটকটি। আলফ্রেড ফারাগের ‘দ্য ট্র্যাপ’ অবলম্বনে রচিত এ নাটকে অভিনয় করেন আরিফ, শরীফ হোসনে ইমন, মুজিবুল হাসান নির্যাস ও সঙ্গীতা চৌধুরীসহ বেশ কয়েকজন তরুণ অভিনেতা। অপরদিকে, গতানুগতিক ধারার সঙ্গে যুক্তিবুদ্ধি ও মুক্তচিন্তার দ্বন্দ্বের নাটক ‘গাধার হাট’। গাধার কাজ হচ্ছে মুখ বুজে খেটে যাওয়া- গাধা কথা বললেই বিপদ। তাই, তার কথা বন্ধ করাটাই ভাল। মুক্তমনা শুনতে ভাল-কিন্তু তাকে গ্রহণ করতে সাহস লাগে। তবে মানুষ তো গাধা নয়- সে কথা বলবেই। ‘দ্য ডঙ্কি মার্কেট’ এর কাহিনী অবলম্বনে রচিত নাট্যকেন্দ্রের এ নাটকটিতেও কাজ করেছেন নোমান আহমেদ, খান আতিক ও সাইফ আহমেদসহ অন্যরা।
×