ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাগজপত্রহীন অভিবাসীরা শঙ্কিত

প্রকাশিত: ০৪:১১, ১২ নভেম্বর ২০১৬

কাগজপত্রহীন অভিবাসীরা শঙ্কিত

যখন ভাবী অভিবাসী বার্নাদিনো ও স্যামুয়েল মেক্সিকোতে বসে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবর পায়, তখন তারা তৎক্ষণাৎ বেআইনীভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার পরিকল্পনা বাদ দেয়। কোটিপতি ট্রাম্প যুক্তরাষ্ট্রে বসবাসরত ১ কোটি ১০ লাখ কাগজপত্রহীন অভিবাসীকে বহিষ্কার করার প্রতিশ্রুতি এবং মেক্সিকো সীমান্ত বরাবর ‘এক বড়, সুন্দর ও শক্তিশালী দেয়াল’ তৈরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। এখন মঙ্গলবার নিউইয়র্কের রিপাবলিকান বিস্ময়কর বিজয় অর্জন করায় কাগজপত্রহীন অভিবাসীদের মনে ভয় ও অনিশ্চয়তা বিরাজ করছে। তাদের কর্মস্থলে কি অভিযান চালানো হবে? ব্যাপক সংখ্যক অভিবাসীকে কি বহিষ্কার তরা হবে? আইনগত মর্যাদা পাওয়ার পরে কি থাকবে আরও বাধা? কী হবে? কেউ জানে না। সামান্থা ইয়ানেজের রাত ধরে ঘুম নেই। সে ছয় বছর বয়সে যুক্তরাষ্ট্রের এসেছিল এবং এখন তার বয়স ২১ বছর। তার আর কিছুই জানা নেই। কিন্তু তার কোন কাগজপত্র নেই। যেহেতু সে এক শিশু হিসেবে এসেছিল তাই প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী নির্দেশে তাকে সাময়িকভাবে আইনগত মর্যাদা দেয়া হয়। -এএফপি
×