ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাসায়নিক দুর্ঘটনায় চীনে কারখানা প্রধানসহ ৪৯ জনের সাজা

প্রকাশিত: ০৪:১১, ১২ নভেম্বর ২০১৬

রাসায়নিক দুর্ঘটনায় চীনে কারখানা প্রধানসহ ৪৯ জনের সাজা

চীনে গত বছর রুইহাই লজিস্টিক রাসায়নিক কারখানায় সংঘটিত বিস্ফোরণের জন্য কারখানা প্রধানকে স্থগিত মৃত্যুদ-সহ ৪৯ জনকে সাজা প্রদান করেছে দেশটির এক আদালত। ওই বিস্ফোরণে ১৭৩ জন নিহত হয়। খবর বিবিসির। চীনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী তিয়ানজিনে অবস্থিত ওই কারখানার চেয়ারম্যান ইউ জুইউইকে স্থগিত মৃত্যুদ-সহ ১ লাখ ডলার জরিমানাও করা হয়েছে। তার বিরুদ্ধে ঘুষ দিয়ে কারখানার নিরাপত্তা বিধি এড়িয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া বিপজ্জনক ও দাহ্য রাসায়নিক পদার্থ অবৈধভাবে মজুদ করার জন্য ৪৮ কারখানা কর্মীকে কারাদ- দেয়া হয়েছে। এটি ছিল চীনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনাগুলোর একটি। দুর্ঘটনায় অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ১শ’ কোটি ডলারের বেশি। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন দমকল কর্মী ও পুলিশ। আটটি মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি।
×