ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে পোশাক কারখানায় আগুন, ১৩ জনের মৃত্যু

প্রকাশিত: ০৪:১১, ১২ নভেম্বর ২০১৬

ভারতে পোশাক কারখানায় আগুন, ১৩ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে একটি পোশাক কারখানায় আগুন লেগে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর দগ্ধ হয়েছেন আরও আটজন। শুক্রবার ভোরে দিল্লীর লাগোয়া গাজিয়াবাদ জেলার শহিদাবাদ এলাকার ওই কারখানায় আগুন লাগে বলে ভারতীয় গণমাধ্যমের খবর। খবর এনডিটিভির। স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল আব্বাস হুসাইন জানিয়েছেন, ভোর ৫টা ২০মিনিট এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। মৃত ও দগ্ধ ব্যক্তিরা ওই পোশাক কারখানারই কর্মী। তারা কারখানা ভবনের ভেতরে ঘুমিয়ে ছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আবাসিক এলাকার মধ্যে অবৈধভাবে ওই কারখানা গড়ে তোলা হয়েছিল বলে পুলিশ ও ফায়ার সার্ভিস মনে করছে। স্টেশন অফিসার আবুল আব্বাস হুসাইন বলেন, যা দেখছি তাতে এই কারখানার কোনকিছুই ঠিক নেই। কারখানা গড়ার অনুমতি আছে বলেও মনে হয় না। পত্রিকাটি আরও লিখেছে, কর্মক্ষেত্রের নিরাপত্তার বিষয়টি অবহেলিত হওয়ায় ভারতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। গত মাসেই তামিলনাড়ুর এক আতশবাজির কারখানায় বিস্ফোরণে আট শ্রমিকের মৃত্যু হয়।
×