ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আরব বসন্তের মাসুল ৬১ হাজার ৪শ’ কোটি ডলার

প্রকাশিত: ০৪:০৯, ১২ নভেম্বর ২০১৬

আরব বসন্তের মাসুল ৬১ হাজার  ৪শ’ কোটি ডলার

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ‘আরব বসন্ত’ -এর কারণে ২০১১ সালের পর থেকে ওই অঞ্চলের অর্থনীতির ৬১৪ বিলিয়ন (৬১ হাজার ৪শ’ কোটি) ডলারের ক্ষতি হয়েছে। ইউএন ইকোনমিক এ্যান্ড সোশাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া বলেছে, ক্ষতির এই পরিমাণ ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে ওই এলাকার মোট দেশজ উৎপাদনের ৬ শতাংশ। খবর বিবিসির। পুলিশের দুর্নীতি ও দুর্ব্যবহারের প্রতিবাদে মোহাম্মদ বোয়াজিজি নামের এক তরুণের আত্মাহুতির মধ্য দিয়ে ২০১০ সালের ১৮ ডিসেম্বর তিউনিসিয়ায় এ গণআন্দোলনের সূচনা। পরে তা গণঅভ্যুত্থানের রূপ পায় এবং ২০১১ সালের ১৪ জানুয়ারি দেশটির প্রেসিডেন্ট জিনে আল আবেদিন বেন আলির ২২ বছরের শাসনের অবসান ঘটে। এর পথ ধরে উত্তর আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুরু হয় দীর্ঘ দিনের স্বৈরশাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের দাবিতে গণআন্দোলন ঝড়, যা ‘আরব বসন্ত’ নাম পায়। তিউনিসিয়ার পর মিসর, লিবিয়া ও ইয়েমেনেও স্বৈরশাসকের পতন দেখে বিশ্ব। আরব বসন্তের আগে ওই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস এবং পরের চার বছরে অর্জিত প্রবৃদ্ধি বিচার করে ক্ষতির এই পরিমাণ হিসাব করেছে জাতিসংঘ সংস্থাটি। ওই অঞ্চলের যেসব দেশে আন্দোলন হয়নি কিন্তু আরব বসন্তের কারণে শরণার্থী, রেমিটেন্স ও পর্যটনের দিক দিয়ে যেসব দেশকে ভুগতে হয়েছে তাদের ক্ষতির হিসাবও এর মধ্যে রয়েছে। একই সময়ে সিরিয়ায় শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন এখন জটিল এক গৃহযুদ্ধের রূপ পেয়েছে যেখানে জড়িয়ে গেছে বিভিন্ন পরাশক্তি। জাতিসংঘের হিসাবে, ২০১১ সাল থেকে সিরিয়ার জিডিপি ও মূলধনী ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৫০ বিলিয়ন ডলার। ইউএন ইকোনমিক এ্যান্ড সোশাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আরব বসন্তের মধ্য দিয়ে যেসব দেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে সে সরকারগুলোও আন্দোলনের মূল কারণগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার আনতে ব্যর্থ হয়েছে। ক্ষমতা হস্তান্তর করতে চান বাগদাদী ॥ ইরাকের মসুল শহরে চলমান আইএসবিরোধী অভিযানের প্রেক্ষাপটে বাঁচার আশা দেখছেন না জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদী। কোন ঘনিষ্ঠ সহযোগীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছেন তিনি। খবর নিউইয়র্ক পোস্টের। বিশ্বাসযোগ্য সূত্রের বরাতে ইরাকী নিউজ জানিয়েছে, ৪৫ বছর বয়সী বাগদাদী গোপনে তার ঘনিষ্ঠ সহযোগীদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরাকী বাহিনীর মসুল অভিযানে নিহত হওয়ার আশঙ্কা করছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের ভাষ্যেÑ এমন পরিস্থিতিতে আইএসের নতুন নেতা নিয়োগ দেয়ার পরিকল্পনা করছেন বাগদাদী। তবে তিনি তার উত্তরসূরির বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেননি। সূত্রের ভাষ্য, আইএসের মিডিয়া ইতোমধ্যে বাগদাদীর এ পরিকল্পনার কথা প্রচার করতে শুরু করেছে। ইরাকের আল-সুমারিয়া নিউজ বলছে, বাগদাদীর এ পদক্ষেপ নজিরবিহীন। তিনি নিহত হলে আইএসের হাল ধরার মতো কোন ব্যক্তি যাতে থাকেন তা নিশ্চিত করতে চান। সূত্র বলছে, বাগদাদীর উত্তরসূরির নাম-পরিচয় এখনই ঘোষণা করা হবে না। কারণ এতে সংগঠনের মধ্যে বিভক্তি দেখা দিতে পারে।
×