ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৮:৩৯, ১১ নভেম্বর ২০১৬

রাজধানীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শাজাহানপুরে মায়ের সঙ্গে অভিমান করে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর শাজাহানপুরে মায়ের সঙ্গে অভিমান করে সায়মা আক্তার মুক্তা (১৯) নামে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। বুধবার রাতে পুলিশ দক্ষিণ শাজাহানপুর রেলওয়ে কলোনির ৩৭/এ-এম এর ভবনের ৩য় তলায় নিজ কক্ষ থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান অবস্থা অবনতি হলে মুক্তাকে রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানান, মৃত মুক্তা মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল। তার বাবার নাম আবু নাসির মিয়া। বৃহস্পতিবার সকালে ঢামেক মর্গে মুক্তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ॥ বৃহস্পতিবার ভোরের দিকে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচাপায় আমির হোসেন (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম লাল মিয়া। তিনি মোহাম্মদপুর বাঁশবাড়ি বস্তিতে থাকতেন। দুপুরে পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। বিকেলে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে, একই দিন রাজধানীর মোহাম্মদপুরে প্রাইভেটকারের ধাক্কায় হাসান আলী খান (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে গণভবনের সামনের চৌরাস্তায় বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মোহাম্মদপুরের বাসায়। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×