ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দীতে সুন্নী মহাসমাবেশ স্থগিত

প্রকাশিত: ০৮:৩৬, ১১ নভেম্বর ২০১৬

সোহরাওয়ার্দীতে সুন্নী মহাসমাবেশ স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি না পাওয়ায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকালের জঙ্গীবাদবিরোধী সুন্নী মহাসমাবেশ স্থগিত করেছে সুন্নী সম্প্রদায়ের ঐক্যবদ্ধ জোট আহলে সুন্নাত ওয়াল জামা’আত। ১১ মার্চ এ মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। আগামীকাল মহাসমাবেশের পরিবর্তে জেলায় জেলায় সাম্প্রদায়িক দাঙ্গা ও উস্কানি বন্ধের দাবিতে জঙ্গীবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ করা হবে। এছাড়া আজ সকাল ১০টায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। বৃহস্পতিবার রাজধানীর ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে আহলে সুন্নাত ওয়াল জামা’আত নেতারা এ ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক আল্লামা এমএ মতিন, আল্লামা স উ ম আব্দুস সামাদ, আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল কাদেরী, আল্লামা সৈয়দ মুজাফফর আহমাদ, এ্যাডভোকেট দেলোয়ার হোসেন পাটোয়ারী আশরাফী, আলহাজ অধ্যক্ষ আখতার হোসেন চৌধুরী, মাওলানা মুহাম্মদ আব্দুল হাকিম, মুহাম্মদ নুরুল হক চিশতী, মুহাম্মদ আনিসুর রহমান ও মাওলানা করিম উদ্দিন নুরী প্রমুখ।
×