ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-মিয়ানমার চুক্তি হবে

প্রকাশিত: ০৮:৩৪, ১১ নভেম্বর ২০১৬

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-মিয়ানমার চুক্তি হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পিটিএ চুক্তি করা হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার নীতির সঙ্গে সঙ্গতি রেখে প্রিফারেন্সিয়াল ট্রেড এ্যাপ্রিমেন্ট (পিটিএ) করতে মিয়ানমার সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। তিনি বলেন, শীঘ্রই তাদের কাছে পিটিএ’র বিষয়ে একটি খসড়া প্রেরণ করা হবে। পাশাপাশি আর্থিক খাতের জটিলতা নিরসনে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতিনিধিবৃন্দ আলোচনাসাপেক্ষে বিষয়টি সুরাহা করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-মিয়ানমার জয়েন্ট ট্রেড কমিশনের ৮ম সভা শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এ সময় মিয়ানমারের বাণিজ্য মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি টো অং মি এর নেতৃত্বে প্রতিনিধি দলে ডিপার্টমেন্ট অব ট্রেড এর মহাপরিচালকসহ মিয়ানমার বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, রফতানি উন্নয়ন ব্যুরো, নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
×