ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি নীতি বিবর্জিত দল ॥ হানিফ

প্রকাশিত: ০৮:১০, ১১ নভেম্বর ২০১৬

বিএনপি নীতি  বিবর্জিত দল ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি নীতিহীন ও নীতিবিবর্জিত দল। যে কোন স্বার্থের জন্য সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে বিএনপি। দলটি কখনও জনগণের রায়ে বিশ্বাস করে না, সব সময় ষড়যন্ত্র করে। কোথাও কোন নির্বাচন হলেই বিএনপি ষড়যন্ত্র করতে থাকে। মার্কিন নির্বাচন থেকে বিএনপিকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে হানিফ বলেন, জনগণের রায়ই সব। জনগণই সব ক্ষমতার উৎস। তাই ক্ষমতায় আসতে চাইলে বিএনপিকে বিদেশীদের কাছে ধর্ণা না দিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে। বৃহস্পতিবার দুপুরে ধানম-ির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ‘যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে শিক্ষা নিন’Ñ আওয়ামী লীগকে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন পরামর্শের জবাব দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘যারা বিদেশী প্রভুদের দিকে তাকিয়ে থাকে তাদের হতাশ হওয়া ছাড়া উপায় নেই। ভুল রাজনীতির জন্য তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে।’ নর্বনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে হানিফ বলেন, আওয়ামী লীগ সব সময়ই জনগণের ক্ষমতায় বিশ্বাসী এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেন, আমরা আশা করি নর্বনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে সে দেশের যে সম্পর্ক রয়েছে তা উন্নয়নে আরও ভূমিকা রাখবেন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সদৃঢ় হবে। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের আরও প্রসার ঘটবে। হানিফ বলেন, যুক্তরাষ্ট্র আমাদের বড় উন্নয়ন সহযোগী দেশ, নর্বনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট সে উন্নয়ন সহযোগিতা আরও বৃদ্ধি করবেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সম্পাদকম-লীর সদস্য হারুন অর রশিদ, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য বিএম রিয়াজুল কবীর কাওসার, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
×