ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৬:৩৪, ১১ নভেম্বর ২০১৬

নতুন গবেষণা

সৌরশক্তি চালিত পাখা সৌরশক্তি চালিত উড়ন্ত গাড়ির পাখার মতো এটা আসলে কী? উত্তরটা হলো, এটা সৌরশক্তিসমৃদ্ধ, পরিবেশবান্ধব পাখা। কিন্তু এটা ভ্রমণের জন্য নয়, এমনকি উড়তেও পারে না। রেইনহুড সাইকেলে করে বাইরে বেরিয়েছেন, ঝুম বৃষ্টি নামল, কী করবেন? এই আবিষ্কারটি আপনার জন্যই। এই স্বচ্ছ্ব রেইনহুড আপনাকে বৃষ্টির দিনেও রাখবে শুষ্ক। আর আপনার বাইকের সঙ্গে এটা শক্ত করে লাগানো, তাই ঝড়ে উড়ে যাওয়ার ভয় নেই। তবে ঘূর্ণিঝড়ে এটা নিয়ে সুরক্ষার আশা করবেন না! সৌর আইসক্রিম পার্লার ইয়াম্মি-দারুণ! এটা একটা আইসক্রিম পার্লার। এটির মাথায় লাগানো আছে ওই পাখা দুটি, যেখানে সোলার প্যানেল লাগানো আছে। গাড়িটি উড়তে পারে না, কিন্তু গ্রীষ্মের দিনগুলোতে আইসক্রিমকে তরতাজা রাখে, কারণ, ওই সৌর প্যানেলের গ্রীষ্মের দিনগুলোতে চার্জ হতে কোন সমস্যা হয় না। সবচেয়ে ছোট কৃত্রিম হাত বিশ্বের সবচেয়ে ছোট কৃত্রিম হাতটি থ্রিডি প্রিন্টারে তৈরি করতে সময় লেগেছে মাত্র ২০ ঘণ্টা। এই কৃত্রিম হাতটি লাগিয়েছে কোবি স্যাডলার। জন্মের সময়ই ডান হাতে কনুইয়ের পর আর কিছুু ছিল না কোবির। কিন্তু থ্রিডি (ত্রিমাত্রিক) প্রযুক্তিতে তৈরি কৃত্রিম হাত কাজে লাগিয়ে দিব্যি খেলাধুলা করতে পারে যুক্তরাজ্যে বসবাসকারী দুই বছর বয়সী শিশুটি। সূত্র : ডেইলি মেইল
×